ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ফিশিংট্রলারে ১২ কোটি টাকার ইয়াবা, আটক ৭

COX_YABAআতিকুর রহমান মানিক, কক্সবাজার :

কক্সবাজার সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১২ কোটি টাকা মূল্যের ৩ লাখ ইয়াবা ও ৭ পাচারকারিকে আটক করেছে র‍্যাব। এসময় একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়েছে। ১৪ মার্চ (সোমবার) বিকাল ৩টার দিকে কলাতলী হ্যাচারী জোনের অদুরবর্তী সাগরে অভিযান চালিয়ে পাচারকাজে ব্যবহৃত ফিশিং ট্রলারসহ এসব ইয়াবা উদ্ধার করা হয়। একইদিন সন্ধ্যা সাতটায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারস্হ র‍্যাব-৭ এর সহকারি পুলিশ সুপার (স্কোয়াড কমান্ডার) সৈয়দ মোহসিনুল হক। র‍্যাব কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ে জানান, বড় অাকারের ইয়াবার চালান নিয়ে মায়ানমার থেকে ‘এফভি রাফসান’ নামের একটি ফিশিং ট্রলার সাগরপথে বাংলাদেশে প্রবেশ করার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল সাগরে অভিযানে নামেন। ইয়াবা বহনকারী দ্রুতগামী ট্রলারটি সাগরের কলাতলী হ্যাচারী জোন পয়েন্টে পৌছলে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে ট্রলারটি জব্দ করে। ট্রলারে থাকা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার মো: আলম (৪২), নাছির উদ্দিন (৪৪), মো: জসিম উদ্দিন (২২), কলিম উল্লাহ (২৪), মো: আশরাফ উদ্দিন (১৬), মো: হোসেন (২৫) ও একই উপজেলার শেখেরখালী এলাকার মো: কামাল (২৬) কে এসময় আটক করে র‍্যাব। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই ট্রলারের কোল্ড স্টোরের ভিতর থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মুল্য ১২ কোটি টাকা। আটক ইয়াবা পাচারকারীদের জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানান র‍্যাব কর্মকর্তা। র‍্যাব সদস্যরা গত আড়াই মাসে শুধুমাত্র বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৫০ লাখ ১হাজার ৯৬৪ পিস ইয়াবা উদ্ধার করেছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: