ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিলেন নারী সাংবাদিক

চট্রগ্রাম প্রতিনিধি ::

চট্টগ্রামে এসে ছিনতাই করে চলে যাওয়া চক্রের দুই নারী সদস্যকে পুলিশ আটক করেছে। এবার এসে তারা এক নারী সাংবাদিকের গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই সাংবাদিক তখন তাদের জাপটে ধরে ফেলেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন। গতকাল সকালে এক নম্বর রুটের বাসে করে লালদিঘী পাড় আসার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটক দুই নারী হল রুবিনা (২৮) ও জান্নাত আক্তার (২০)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে। ছিনতাইয়ের শিকার নারী মরিয়ম জাহান মুন্নী দৈনিক পূর্বকোণের প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। রুবিনা জানান. দুই মহিলা আন্দরকিল্লা এলাকা থেকে বাসে উঠে। তাদের সাথে ছোট একটি শিশুও ছিল। বাসে পাশে বসার পর থেকেই দুইজন আমার সাথে ধাক্কাধাক্কি করতে থাকে। লালদিঘী পাড় এলাকায় বাস থেকে নামার সময় রুবিনা আমার গলার চেইন ছিনিয়ে নিয়ে সটকে পড়ার চেষ্টা করলে তাকে জাপটে ধরি। পরে রাস্তায় থাকা লোকজন ও পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, চট্টগ্রামে নারী ছিনতাইকারীদের একটি চক্র আছে। যাদের সবার বাড়ি নাসিরনগর এলাকায়। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তারা যাত্রী বেশে মহিলাদের কাছ থেকে ছিনতাই করে। তারা আদালতে হাজিরা দিতে কিংবা কারাগারে স্বজনদের সাথে সাক্ষাত করতে চট্টগ্রামে আসে। যাওয়ার পথে আবার ছিনতাই করে চলে যায়। গত ১৮ মার্চ এক টমটমযাত্রী নারীর কাছ থেকে চেইন ছিনতাইয়ের সময় আরও দুই সহযোগীসহ এরা গ্রেফতার হয়েছিল বলে জানান ওসি।

পাঠকের মতামত: