ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নাফনদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বর্ডার গার্ড

উখিয়া প্রতিনিধি ::
টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদী থেকে একটি ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার সময় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ফজলুল হক।

জেলেরা হলেন, আজিম উল্লাহ মাঝি, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা।

ট্রলারের মালিক আমান উল্লাহ জানান, মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপে চার জন মাঝি-মাল্লা নিয়ে তিনি নাফ নদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে বিজিপির একটি দল স্পিডবোটে চড়ে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ধরে নিয়ে যায়।

এ প্রসঙ্গে ইউপি সদস্য ফজলুল হক জানান, নাফ নদীতে মাছ ধরতে যাওয়া চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পাঠকের মতামত: