ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

মেয়েকে দিয়ে অপহরণের নাটক,৬ মাস পর উদ্ধার

অনলাইন ডেস্ক ::

কক্সবাজারে অপহরণ ও গুম হয়ে যাওয়া জুলেখা বেগম ঝিনুক নামে এক কলেজছাত্রীকে ৬ মাস পর উদ্ধার করেছে পিবিআই। প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে অপহরণের নাটক সাজিয়েছিলেন বাবা নুর মোহাম্মদ। সোমবার দুপুরে (১৫ এপ্রিল) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই’র কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান ওসি মেজবাহ উদ্দিন।

এ সময় তিনি আরো জানান,গত বছরের ২৭ সেপ্টেম্বর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মেয়েকে অপহরণের অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেন নুর মোহাম্মদ। মামলাটি আমলে নিয়ে পিবিআই-কে তদন্তের নির্দেশ দেন আদালত।

তদন্তের এক পর্যায়ে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় মেয়েটির অবস্থান করছে জানতে পারে পিবিআই। সেখান থেকে গত ১১ এপ্রিল মেয়েটিকে উদ্ধার করা হয়। প্রতিপক্ষকে ফাঁসাতেই বাবা নুর মোহাম্মদ অপহরণের নাটক সাজিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন কলেজ ছাত্রী।

পাঠকের মতামত: