ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার অভিষেক ও কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভাও অভিষেক অনুষ্ঠান স্থানীয় বাদল আচর্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জলক শ্রী অরবিন্দ ধর প্রধান উপদেষ্টা জাতীয় হিন্দু মহাজোট চকরিয়া উপজেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন, জৌাতিষ ভাস্কর শ্রী এস.কে আচার্য্য সভাপতি চকরিয়া উপজেলা শাখা জাতীয় হিন্দু মহাজোট। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী তাপস রুদ্র উপদেষ্টা চকরিয়া উপজেলা, জাতীয় হিন্দু মহাজোট। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সঞ্জয় শীল সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা শাখা জাতীয় হিন্দু মহাজোট । গত ১২ এপ্রিল সকালে ১০ টায় ইউনিয়নের উত্তর ঘুনিয়া মহাশ্মশান শিব মন্দিরে শ্রী বিকাশ কান্তিদে ও গমণ কান্তি দে’র যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জ্যেুাতিমল্লীক বাবু, সুমন কান্তি দে, স্বপন মল্লীক, স্বপন দাশ, প্রসেনজিৎ ধর রুবেল, প্রকাশ রুদ্র, লব দাশ গুপ্ত, শুভেচ্ছা বক্তব্য রাখেন সুভাষ রুদ্র প্রমুখ।

পরে ১৩ জন বিশিষ্ট ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার নব গঠিত একটি কমিটি গঠন করা হয়। এতে মিলন কান্তি দে সভাপতি, প্রধান সম্বয়নকারী বিকাশ কান্তি দে, সাধারণ সম্পাদক সুভাষ রুদ্র, সাংগঠনিক সম্পাদক ভূবন সুশীল, অর্থ সম্পাদক নিত্য লাল দাশ, মহিলা সম্পাদিকা শিপ্রা দাশ, দপ্তর সম্পাদক অনন্ত দাশ, আইন বিষয়ক সম্পাদক গমন দে, ধর্মীয় প্রতিষ্টান বিষয়ক সম্পাদক কাঞ্জন চক্রবর্তী, প্রচার সম্পাদক বিষয় কুমার রুদ্র, সাংস্কৃতিক সম্পাদক মাইকেল দাশ ও শিমুল মুর্খাজীকে ধর্ম বিষয়ক সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হয়।

পাঠকের মতামত: