ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

এড. নুরুল কবির আর নেই : সোমবার জুহুরের পর জানাজা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসেট্রট আদালতে কর্মরত প্রবীন আইনজীবী এডভোকেট আলহাজ্ব নুরুল কবির (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানা সেন্টার উকিল পাড়া এলাকার নিজ বাসভবনে আজ রোববার (৭ এপ্রিল) সকাল ৮ টায় তিনি মারা যান।

বিষয়টি চকরিয়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট লুৎফুর কবির চকরিয়া নিউজকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে যান।কাল সোমবার ৮ এপ্রিল চকরিয়া কমিউনিটি সেন্টার মাঠে জুহুরের নামাজের পর প্রথম নামাজে জানাজা ও পেকুয়া উপজেলার বারবাকিয়ায় মরহুম আলহাজ্ব এডভোকেট নুরুল কবিরের গ্রামের বাড়ি নাজিরপাড়া জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: