ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

চকরিয়ায় উপজেলাপর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::   চকরিয়া উপজেলার বড় ভেওলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০১৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্টানে সম্মাননা স্বারক হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলসাদ আঞ্জুমান রুমার হাতে ক্রেস্ট তুলে দেন ইউএনও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

প্রসঙ্গত: ২০১৮ সালে চকরিয়া উপজেলার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়াস্থ বড় ভেওলা সরকারী প্রাথমিক বিদ্যালয় লেখাপড়ার মনোন্নয়ন ও শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতে সফল হওয়ায় শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষিক দিলশাদ আঞ্জুমান রুমা বলেন, ছাত্র-ছাত্রীর উপস্থিতি, শিক্ষকদের মানসম্মত পাঠদান, শতভাগ পিইসিই’র ফলাফলসহ সার্বিক বিষয় বিবেচনা করে আমার বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত করা হয়েছে। এতে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকদের অবদান রয়েছে। এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগীতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলশাদ আঞ্জুমান রুমা ২০১৪সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকও নির্বাচিত হন।#

পাঠকের মতামত: