ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

চকরিয়ায় ইউনিয়ন পরিষদের জবাবদিহিতাকল্পে সচিবদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়ার সহযোগী সংগঠন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন)’র উদ্যোগে বৃহস্পতিবার চকরিয়া উপজেলায় কর্মরত ইউনিয়ন পরিষদ সচিবদের অংশগ্রহনে মতবিনিময় সভা সনাক চকরিয়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্বজন চকরিয়ার সমন্বয়ক এইউএম শহীদুল্লাহ। বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি সন্তোষ কুমার সুশীল, সচিব সমিতির সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সচিব মো. ফয়সাল উদ্দীন আহমদ, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির, হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের।

সভার শুরুতেই সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন টিআইবির এরিয়া ম্যানেজার এ.জি.এম.জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্যের পরই সনাক চকরিয়ার চলমান কার্যক্রম, অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ে ডকুমেন্টেশন উপস্থাপন করেন। এতে চকরিয়ায় স্থানীয় সরকার খাতে তথা ১৬ ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে সনাকের গৃহিত কর্মসূচির ফলে অর্জিত সাফল্য তুলে ধরেন। বিশেষ করে ইউনিয়ন পরিষদকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদে রুপান্তরে জনগনের অংশগ্রহনে আয়োজিত ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট ঘোষনা, জনগনের কাছে জবাদিহিতা নিশ্চিত করতে জনগনের মুখোমুখি অনুষ্ঠান ও স্ব-উদ্যোগে তথ্য উন্মুক্ততা নিশ্চিত করতে নাগরিক সনদ স্থাপন, বিভিন্ন সেবা সম্পর্কীত তথ্যবোর্ড স্থাপন, অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপনসহ সনাকের বিভিন্ন কার্যক্রম সবিস্তারে উপস্থাপন করা হয়। পাশাপাশি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের অর্জিত সাফল্য চকরিয়ার সকল ইউনিয়ন পরিষদে ছড়িয়ে দিতে ইউনিয়ন পরিষদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় সক্রিয় অংশগ্রহন করে ইউপি সচিবরা স্ব-স্ব বক্তব্য তুলে ধরেন এবং ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে সনাকের গৃহিত কার্যক্রমের সবকিছুই নিজের রুটিন ওয়ার্ক বলে মন্তব্য করেন। তবে বিভিন্ন সীমাবদ্ধতা ও জনবল ঘাটতির কারনে সবকিছু যথাযথ বাস্তবায়ন সম্ভব হয়না বলে জানান। আগামীতে যতই সীমাবদ্ধতা থাকুক স্ব-স্ব ইউনিয়ন পরিষদকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয় পরিষদে রুপান্তরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন বলে মতামত ব্যক্ত করেন। একই সাথে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে জোরদার করতে স্ব-স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ^াস দেন।

সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য মোহাব্বত চৌধুরী, জারিয়াতুল মোস্তফা, জিয়া উদ্দীন, ডেমুশিয়া ইউপি সচিব মুহাম্মদ শহিদুল ইসলাম, চিরিংগা ইউপি সচিব মো. আতাউল গনি পারভেজ, কাকারা ইউপি সচিব শাহরিয়ার মোর্শেদ, বিএম চর ইউপি সচিব আরিফুল বাহার, বদরখালী ইউপি সচিব অজয় কুমার রুদ্র, ফাঁসিয়াখালী ইউপি সচিব মো. নুরুল কবির, সাহারবিল ইউপি সচিব মো. সাইফুল করিম, সুরাজপুর-মানিকপুর ইউপি সচিব নর উদ্দীন সোহেল, খুটাখালী ইউপি সচিব আ.ক.ম. হুমায়ুন কবির, লক্ষ্যারচর ইউপি সচিব কাউসার জান্নাত কুমকুম, বরইতলী ইউপি সচিব মো.নুরুল আলম, টিআইবির এসিস্ট্যান্ট ম্যানেজার মিটন বনিক বাবু ও ইয়েস দলনেতা মো. ইশফাতুল হোসাইন।##

পাঠকের মতামত: