ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

হারবাংয়ে মহাসমারোহে ভদন্ত উ রাজিন্দা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ, শাক্যমুনি অনাথ আশ্রম ও শাক্যমুনি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী, কর্মবীর ভদন্ত উ রাজিন্দা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও মহাসমারোহে অনুষ্ঠিত হয়। গত ১৪, ১৫ ও ১৬ মার্চ, ২০১৯ তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক। ভদন্ত উরাজিন্দা মহাথেরোর প্রয়াণে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভদন্ত উরাজিন্দা মহাথেরোর আন্তর্জাতিক অন্ত্যেষ্টিক্রিয়ার উদযাপন কমিটির কার্যকরী সভাপতি উ উথুইংয়াই। অতিথিবৃন্দ উরাজিন্দা মহাথেরোর বর্ণাঢ্য ও কর্মময় জীবনের উপর আলোকপাত করে উনার নির্দেশিত পথ অনুসারে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ১৪ মার্চ দুপুর ২টায় দায়ক দায়িকাদের রথ টানার মাধ্যমে উরাজিন্দা মহাথেরোর মরদেহ নির্বাণ ক্যাং থেকে অনুষ্ঠানস্থল চেংক্যংয়ে আনা হয়। এসময় পরিবেশিত হয় শোক নৃত্য গীত (এয়াইং ক্যু) ও আলং নৃত্য (তালাহ নৃত্য)। সন্ধ্যায় পরিবেশিত হয় রাখাইন প্রদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় স্টেজ শো। রাত্রে পরিবেশিত হয় রাখাইন যাত্রাপালা। ১৬ মার্চ দুপুর ২টায় পঞ্চশীল গ্রহণ, পুণ্যদান ও উৎসর্গ করা হয়। বিকালে ম্রেচাইতালাহ তে ঢুং বাজি প্রক্ষেপণে অগ্নিসংযোগের মাধ্যমে শেষ হয় ৩ দিনব্যাপী পবিত্র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।

পাঠকের মতামত: