ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

ইকবাল বদরীর মৃত্যুতে সালাহউদ্দিন, কাজল, হাসিনা আহমেদ ও জেলা বিএনপির শোক

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্য, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর বড় ভাই এ.কে.এম ইকবাল বদরীর মৃত্যুতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহামদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এ.টি.এম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না গভীর শোক প্রকাশ করেছেন।ভারতে অবস্থানরত সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহামদের পক্ষে তাঁর প্রেস সচিব ছাফওয়ানুল করিম প্রদত্ত এক শোক বার্তায় মরহুম ইকবাল বদরীকে একজন পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিত প্রাণ কর্মী হিসাবে উল্লেখ করে বলেন-এ.কে.এম ইকবাল বদরীর আকস্মিক মৃত্যুে কক্সবাজারের জাতীয়তাবাদী পরিবার একজন আদর্শিক ও নীতিবান নেতা কে হারাল।অন্যান্য নেতৃবৃন্দ পৃথক পৃথক শোকবার্তায় দলের প্রতি মরহুম এ.কে.এম ইকবাল বদরীর ভূমিকা উল্লেখ করে বলেন- ছাত্রদলের প্রতিষ্ঠালগ্নের এই নেতার অবদান সবসময় কৃতজ্ঞচিত্তে জাতীয়তাবাদী পরিবার স্মরণ রাখবে এবং তার মৃত্যুতে জেলা বিএনপি’র অপূরণীয় ক্ষতি হলো। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকের মতামত: