ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় দুইদিন ব্যাপী প্রযুক্তি ও বিজ্ঞান মেলা শুরু

এম.জাহেদ চৌধুরী, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আজ বুধবার সকালে বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপী মেলার উদ্ধোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ্ব জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে, মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান বিষয়ের উপর স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান স্টল বসান। পরে এসব স্টল ঘুরে দেখেন অথিতিরা।

পাঠকের মতামত: