ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে রয়েছে সাঈদীর আনারস, ফলাফল আসতে শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে রয়েছে সাঈদীর আনারস, ফলাফল আসতে শুরু করেছে।

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র ফলাফল নিচে প্রকাশ করা হলো ::
১) কোনাখালী মরং ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আনারস ৩৬২, নৌকা ১৯৮
২) দক্ষিণ বরইতলী কেন্দ্রে ৭৭৭ অানারস, ৯০ নৌকা।
৩) বরইতলী উচ্চ বিদদ্যালয় কেন্দ্রে অানারস ৭১৭, নৌকা ১৯২।
৪) বদরখালি বাজারের কেন্দ্রে আনারস ৭২৬, নৌকা ৪৭ ভোট
৫) ডুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আনারস ৭৫১, নৌকা ৪৮৭
৬) ফাসিয়াখালী ১নং ওয়ার্ড হাজিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আনারস ৩৫০, নৌকা ২২১।
৭) চকরিয়া পৌর ৬নং ওয়ার্ড় চকরিয়া কেন্দ্রীয় হাই স্কুলের আনারস ৫৩৪, নৌকা ২২৬
৮) বমু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আনারস ৫২৮, নৌকা ২৫১
৯) পূর্ববড়ভেওলা ৫নং ওয়ার্ড কেন্দ্র আনারস ৬০৯, নৌকা ৩০৭।
১০) চকরিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্র আনারস ৫৮৩, নৌকা ৭০।
১১-১২) বিলছড়ি ও বমুরমুখ ২টি কেন্দ্রে আনারস ৮৭২, নৌকা ৬৭২
১৩)বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনারস ৭৩৩ নৌকা ১২১ 

এ ছাড়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা নির্বাচনের ফলাফল বেসরকারী ভাবে
১/পূর্ব বড় ভেওলা নৌকা ২২৭৬
আনারস ৪৭৭৭ ব্যবধান ২৫০১
২/বি এম চর নৌকা ৬৪১ আনারস ২৭৮৭ব্যবধান ২১৪৬
৩/ কোনাখালী নৌকা১৪২১ আনারস ১৯৮৮ ব্যবধান ৫৬৭
৪/বদরখালী  নৌকা১৬৮০ আনারস ৩৬০৮ ব্যবধান ১৯২৮
৫/ডেমুশিয়া নৌকা৫৫৬ আনারস ১৬৩০ ব্যবধান ১০৭৪
৬/পশ্চিম বড় ভেওলা নৌকা ১১৯৫ আনারস১৫৩৭ব্যবধান ৩৪২
৭/সাহারবিল নৌকা ১১১২ আনারস ৪০৬০ ব্যবধান২৯৪৮
সর্বমোট নৌকা প্রাপ্ত ভোট ৮৮৮১
সর্বমোট আনারস প্রাপ্ত ২০৩৮৭
১১৫০৬ বেশি পেয়ে মাতামুহুরীতে আনারসের বিজয়

বিস্তারিত আসছে… চকরিয়া নিউজের সাথে থাকুন…

 

 

পাঠকের মতামত: