ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়া সিটি কলেজের উদ্যোগে বঙ্গবন্ধর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বার্তা পরিবেশক ::
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে চকরিয়া সিটি কলেজের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হচ্ছে। দিবসটির সূচনা করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এদিন সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: সালাহ উদ্দিন খালেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আলোচনা সভায় স্বাধীনতার মহান স্থপতির গৌরবময় জীবন ও তার আদর্শ নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা হয়।
এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া সিটি কলেজ পরিচালনা কমিটির সদস্য নূর মোহাম্মদ বিএসসি, খোরশেদ আহমদ, আহমদ হোছাইন, সিটি কলেজের অধ্যাপক জহির আহমদ, অধ্যাপিকা সাবিনা ইয়াছমিন, অধ্যাপক মনজুর আলম, অধ্যাপক হারুণ ছরওয়ার বাদল, অধ্যাপক সোলতান আহমদ, অধ্যাপক নন্দ দুলাল পাল, অধ্যাপক আবদুল কাদের, অধ্যাপক আবু ওমর মোহাম্মদ আরমান, অধ্যাপক মিল্টন দাশ গুপ্ত, অধ্যাপক শহিদ উদ্দিন, অধ্যাপক অভিদাশ গুপ্ত, অধ্যাপক শাহাদাত হোসেন, অধ্যাপিকা আফরোজা খানম, অধ্যাপিকা তছলিমা বেগম, প্রদর্শক জেপুলিয়ান দত্ত ও বেলাল উদ্দিন প্রমূখ।

পাঠকের মতামত: