কক্সবাজার প্রতিনিধি ::
ভূমি অধিগ্রহন অফিসের কর্মকর্তারা দালাল নির্ভর হয়ে পড়ায় দালালের সংখ্যা বেড়েছে। এতে জমির মালিকরা আরো বেশী হয়রানির শিকার হচ্ছেন। এখন দালালিতে নেমেছেন অনেক আইনজীবী, আইনজীবী সহকারি ও স্থানীয় জনপ্রতিনিধিরা পর্যন্ত। জমির মালিকদের দাবী ভূমি অধিগ্রহন অফিসে জমির প্রকৃত মালিক ছাড়া অন্যদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে হয়রানি অনেকাংশে কমে আসবে।
কক্সবাজার ভূমি অফিস কেন্দ্রিক দালালি করতে গড়ে উঠেছে অনেক অফিস। শহরের বিলাসবহুল হোটেলও রয়েছে প্রভাবশালী দালাল চক্রের অফিস। এতে রয়েছে দালাল, দালালের সহকারি ও উপ-দালাল। বিগত সময়ে জেলা প্রশাসন ৩২ জন দালালের একটি তালিকা প্রকাশ করলেও এখন দালালের সংখ্যা প্রায় দুই শতাধিক।
মহেশখালী হোয়ানকের জমির মালিক জাফর আলম জানিয়েছেন, আমি জমির মালিক হয়েও এখনো ভূমি অধিগ্রহন অফিসে প্রবেশ করতে পারিনি। একজন সার্ভেয়ারের পিছনে ৮/১০ জন করে দালাল আছে। এই দালালের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কমিশনের টাকা অগ্রিম পেতেই সার্ভেয়ারসহ অন্যান্য কর্মকর্তারা দালালদের সাথে ভাল সম্পর্ক রাখেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী সহকারি জানান, অন্তত ২৫/৩০ জন আইনজীবী ও তাদের সহকারিরা আদালতে কাজ করেন না। তারা সার্বক্ষণিক ভূমি অধিগ্রহন অফিস নিয়ে ব্যস্ত থাকেন। এরাই এখন ভূমি অধিগ্রহন অফিসের শীর্ষ দালাল। ইতোমধ্যে কয়েকজন শীর্ষ দালাল বিভিন্ন কর্মকর্তাদের কাছে বিপুল টাকা অগ্রিম বিনিয়োগ করেছেন। এদের দৌরাত্ব বন্ধ করতে পারলে ভূমি অধিগ্রহন অফিসে শৃংখলা ফিরে আসবে।
কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের শাখাওয়াত হোসেন জানান, দালালরাই বিভিন্ন জটিলতা সৃষ্টির মাধ্যমে বেশী কমিশন আদায় করছেন জমির মালিকদের থেকে। সার্ভেয়ারদের সহযোগিতায় দালালরা এ সব কাজ করছেন। মাধ্যম দিয়ে না আসলে কমিশনের টাকা অগ্রিম পাওয়া যায় না। তাই ভূমি অধিগ্রহন অফিসে অবশ্যই মাধ্যম নিয়ে আসতে হয়। বর্তমানে দালালের বিরুদ্ধে যে অভিযানের কথা শোনা যাচ্ছে তা একেবারে লোক দেখানো। বিগত সময়ে এমন ঘোষনা অনেকে এসেছে, বাস্তবায়ন হয়নি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, কোন দালালের স্থান ভূমি অধিগ্রহন অফিসে হবে না। দালাদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। জমির মালিক ছাড়া কোন দালাল অফিসে গেলেই তাদের আইনের আওতায় আনা হবে।
প্রকাশ:
২০১৯-০৩-১৬ ১০:৪৭:৫৩
আপডেট:২০১৯-০৩-১৬ ১০:৪৭:৫৩
- মাতামুহুরী তীরের সবজি খেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
- চকরিয়ায় হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত মাছ-মাংস ও তরকারি দোকানীকে জরিমানা
- পেকুয়ায় চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় ইউপির চেয়ারম্যান গ্রেপ্তার
- পেকুয়ায় ছাত্রদলের মিছিলে গুলি: সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের নামে মামলা
- চকরিয়ায় হাটবাজারে গলাকাটা বাণিজ্য টেকাতে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত,
- চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেফতার
- চকরিয়ায় কোডেকের কৃষি প্রশিক্ষণ ও চারা বিতরণ সম্পন্ন
- চকরিয়ায় দলিল জালিয়াতিতে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- নাইক্ষ্যংছড়ির নতুন ইউএনও মাজহারুল ইসলাম!
- বেপরোয়া বালু উত্তোলন: হুমকীতে কক্সবাজা
- চকরিয়ায় কৈয়ারবিল ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার
- অক্টোবরের লগি-বৈঠার তান্ডবে নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তি নিশ্চিত করার আহবান
- চকরিয়ায় হাটবাজারে গলাকাটা বাণিজ্য টেকাতে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত,
- বেপরোয়া বালু উত্তোলন: হুমকীতে কক্সবাজা
- চকরিয়ায় কোডেকের কৃষি প্রশিক্ষণ ও চারা বিতরণ সম্পন্ন
- চকরিয়ায় এলএইচবি অটো ব্লক সেন্টারে অভিযান, কার্যক্রম বন্ধের নির্দেশ
- লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত কামাল উদ্দিনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী
- চকরিয়ায় পুলিশের অভিযানে সাবেক এমপি জাফরের ভাতিজাসহ ৬ জন গ্রেফতার
- চকরিয়ায় কৈয়ারবিল ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার
- নাইক্ষ্যংছড়ির নতুন ইউএনও মাজহারুল ইসলাম!
- চকরিয়ায় দলিল জালিয়াতিতে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- শিক্ষার্থীদের মেধা বিকাশে অবদান রেখে যাচ্ছেন আহমদ আলী স্মৃতি মেধা বৃত্তি
পাঠকের মতামত: