ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর ৫ম মৃত্যুবার্ষিকী সোমবার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেয়া চকরিয়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালীর ৫ম মৃত্যুবার্ষিকী ১১ মার্চ। ২০১৪ সালের এদিনে ৬০বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী। মৃত্যুর পূর্বে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাব্জার জেলা সংসদের সাংগঠনিক কমান্ডার ও চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কমন্ডারের দায়িত্ব পালন করেন। দিবসটি উপলক্ষে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটাস্থ মরহুমের পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন সকাল ৮টায় মরহুমের কবর জেয়ারাত, সকাল ১০টায় মুক্তিযুদ্ধা কুটিরে মিলাদ মাহাফিল, দুপুর ১২টায় মরহুমের প্রতিষ্টিত আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও বিকেল ৩টায় আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাষ্টের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হবে।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এমএ। বিশেষ অতিথি থাকবেন আ’লীগ মনোনীত চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী ।

প্রসঙ্গত: ২০১৪ সালে ১১ মার্চ বিকেলে ৬০বছর বয়সে মৃত্যুবরণ করেন আনোয়ার হোসেন বাঙ্গালী। মৃত্যুকালে তার স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে ছিল।

পাঠকের মতামত: