ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় দুইটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার

এম.মনছুর আলম, চকরিয়া:   কক্সবাজারের চকরিয়ায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো: আসাদুজ্জমান তৌহিদ (২৭) নামের দুইটি প্রতারণা মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকা থেকে ধৃত আসামীকে গ্রেপ্তার করা হয়। পরোয়ানাভুক্ত আসামী তৌহিদ ওই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার মো.নুরুল আলমের ছেলে।

পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলা লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দা বাজার এলাকায় আদালতের পরোয়ানাভুক্ত পালাতক এক আসামী অবস্থান করার সংবাদ পেয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ সি.আর-৩৩৩/১৮ ও সি.আর-৩৩৪/১৮ দুইটি মামলায় আদালতের পরোয়াভুক্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার চৌধুরীর নির্দেশে থানার এ এস আই আকবর মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ধৃত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আদালতে দুইটি পরোয়ানা জারি করে। ধৃত আসামী আদালের পরোয়ানাভুক্ত হয়ে সে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি মামলায় পরোয়ানাভুক্ত পালাতক এক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামীর বিরুদ্ধে আদালতে প্রতারণা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।##

পাঠকের মতামত: