ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন গিয়াস উদ্দিন চৌধুরী

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। আগামী ১৮ মার্চ চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার ১০ ফেব্রুয়ারি আওয়ামীলীগ সভানেত্রীর ঢাকাস্থ ধানমন্ডীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় দফায় দেশের ১২২ টি উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেন। ঘোষিত তালিকায় চকরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে গিয়াস উদ্দিন চৌধুরীকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে।

গিয়াস উদ্দিন চৌধুরী ছাড়াও অনুষ্ঠিয় নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রনেতা আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ক্রীড়া সংগঠক আলহাজ ফজলুল করিম সাঈদী এবং আওয়ামীলীগ নেতা নুরে হাবিব তসলিম।

অবশ্য তাঁর আগে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় তৃনমুলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে চকরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে চকরিয়া থেকে গিয়াসউদ্দিন চৌধুরী, জাহেদুল ইসলাম লিটু, ফজলুল করিম সাঈদী কেন্দ্রে নাম পাঠানো হয়। #

পাঠকের মতামত: