ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ইয়াবাসহ আটক ২

পেকুয়া প্রতিনিধি ::  পেকুয়ায় দুইশ পিছ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের পেকুয়া বাঁশখালী সীমান্ত ব্রীজ এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মকবুল হোসেন ও উপ সহকারী পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করেন।
আটকরা হলেন, চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইসলাম নগর এলাকার আলী আহম্মদের ছেলে জমির উদ্দিন (৪৫) ও একই উপজেলার জিদ্দা বাজার শাহ আহম্মদ নগর এলাকার আলী জোহরের ছেলে মোঃ আমিন (১৮)।

উপ পরিদর্শক (এসআই) মকবুল হোসেন বলেন, ইয়াবা নিয়ে জমির উদ্দিন ও মোঃ আমিন নামের দুই ব্যক্তি পেকুয়া হয়ে বাঁশখালী অভিমুখে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন নিয়মিত ইয়াবা পরিবহন করে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

 

পাঠকের মতামত: