ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কুতুবদিয়ায় সন্ত্রাসী হামলায় স্কুল ছাত্রীসহ গুরুতর আহত ৩

কুতুবদিয়া প্রতিনিধি ::

কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় স্কুল ছাত্রীসহ গুরুতর আহত হয়েছে ৩ জন। ঘটনাটি ঘঠেছে আজ ২৭ জানুয়ারী দুপুর ১২টার সময় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের মদিনা পাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, আজ ২৭ জানুয়ারী (রবিবার) দুপুর ১২টার সময় মদিনা পাড়া এলাকার মৃত ফজল করিমের পুত্র সিরাজুল ইসলামের পালিত ছাগল একই এলাকার শামসুল আলমের পুত্র আকতার হোসেনের বোরো চাষের বীজতলায় গেলে গৃহপালিত পুশ (ছাগল) কে মারধর করে রক্তাক্ত করলে ছাগলের মালিক সিরাজুল ইসলাম প্রতিবাদ করে। এসময় দু পক্ষের মধ্যে কথা কটাকাটির এর পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় । এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী মোঃ রাসেদ জানায়, আজ দুপুরে আমাদের গৃহপালিত পশু পাশ্ববর্তী আকতার হোসেনের বীজতলার কাছাকাছি গেলে পূর্ব শত্রুতার জেরধরে ছাগলকে দৌঁড়িয়ে ধরে মেরে রক্তাক্ত করে। এ ঘটনায় আমার আব্বা (সিরাজুল ইসলাম) প্রতিবাদ করলে দক্ষিণ ধূরুং ইউনিয়নের মদিনা পাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী আকতার হোসেনের পুত্র মোঃ তারেক (২২), তার ভাই বারেক হোসেন (১৮) শামসুল আলমের পুত্র আকতার হোসেন (৫০), তার ভাই জিয়াউর রহমান (৩৫)সহ ৭/৮জন সন্ত্রাসী লোহার রড, দা, কিরিচ, লাটিসোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন মৃত ফজল করিমের পুত্র সিরাজুল ইসলাম (৫৫), সিরাজুল ইসলামের পুত্র মোঃ পেঠান (১৮), ধূরুং আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী জোবাইদা বেগম (১৫)। আহতদের এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সিরজুল ইসলামের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। অপর ২জনকে হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় রাসেদ।

পাঠকের মতামত: