চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ পুলিশের সেবা সপ্তাহ ২৭ জানুয়ারী-২ ফেব্রুয়ারী’১৯ইং উপলক্ষে চকরিয়া থানা পুলিশের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় থানা ভবন থেকে শুরু হওয়া র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার কনফারেন্স কক্ষে গিয়ে সভায় মিলিত হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো: মতিউল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।
উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কমিউনীটি পুলিশিং এর সদস্য সচিব ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমসহ থানা পুলিশ, কমিউনীটি পুলিশসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদক মুক্ত সমাজ, বাল্য বিবাহ, ইভটিজিং ও নারি নির্যাতন বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠানে যার যার অবস্থানে থেকে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।
পাঠকের মতামত: