ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নির্বাচনে মহাডাকাতি হয়েছে, অভিযোগ ড. কামালের

ডেস্ক নিউজ ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নির্বাচনে রাষ্ট্রকে হাইজ্যাক করে জনগণের ভোটাধিকারকেও হাইজ্যাক করা হয়েছে।’ শুক্রবার (১৮ জানুয়ারি) গণফোরামের আরামবাগ অফিসে এক সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর পক্ষে কাজ করা নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কামাল হোসেন বলেন, ‘কেউ বলেনি এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। শুধু যারা নির্বাচিত হয়েছেন, তারাই বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। তারা স্বাধীন দেশের মানুষকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছেন। এই অসহায় অবস্থা সাময়িক। মানুষ সংঘবদ্ধ হচ্ছে শোষকদের বরাবরের মতো শিক্ষা দিতে।’

দেশে কোনও উত্তেজনা বা সহিংসতা হোক তা চান না বলে মন্তব্য করে কামাল হোসেন বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর হতে যাচ্ছে, দেশের প্রবৃদ্ধির হার বাড়ছে। এক্ষেত্রে কৃষক, শ্রমিক, প্রবাসীরা অসাধারণ অবদান রেখে যাচ্ছেন। তাদের অবদানকে ধ্বংস হতে দেওয়া যাবে না।’

গণফোরামের সভাপতি বলেন, ‘জনগণের ভোটাধিকার হাইজ্যাককারীদের বলতে চাই, এসব করে কেউ পার পাবেন না।’

সরকারকে উদ্দেশ্য করে কামাল হোসেন বলেন, ‘হাজার হাজার কোটি টাকা ডাকাতি করা হয়েছে। জনগণের সম্পদ লুটপাট করা হচ্ছে। দ্রুত এসব থেকে বিরত থাকুন। লুণ্ঠিত সম্পদ মানুষকে বুঝিয়ে দিয়ে সরে পড়ুন।’

পাঠকের মতামত: