ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

লামায় বই উৎসব

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

বছরের শুরুর দিনেই বান্দরবানের লামায় পাঠ্যপুস্তক উৎসব শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১ জানুয়ারী) সকাল ৯টায় থেকে দিনব্যাপী উপজেলার ১৩৮টি মাধ্যমিক-প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি।

বই বিতরণের পর নতুন বই হাতে পেয়ে অত্যান্ত খুশি শিক্ষার্থীরা। এবার একযোগে লামা উপজেলার ৮৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩টি এনজিও স্কুল, ৫টি কিন্ডার গার্ডেন, ৬টি নন-রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়, ২৩টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল-ফাজিল মাদ্রাসা এবং ১২টি এবতেদায়ী মাদ্রাসার ৩৭ হাজার ১৪৩ জন শিক্ষার্থীদের মাঝে মোট ২ লক্ষ ৭০ হাজার ৭৫৭ টি বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন চৌধুরী, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম ইমতিয়াজ সহ প্রমূখ।

পাঠকের মতামত: