ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রামুতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত

ssssরামুতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত

সোয়েব সাঈদ, রামু :::

“অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” এ প্রতিপাদ্যে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রামুতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার (৬ মার্চ) রামু উপজেলা পরিষদ গেইট এলাকায় রামু-কক্সবাজার সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

মানববন্ধনে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল করিম, রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ইউপি সদস্য প্রতিনিধি আফসানা জেসমিন পপি, মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগম, আল মর্জিনা, বেসরকারি সংস্থা জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা, ডাকভাঙ্গা বাংলাদেশ এর সমস্বয়কারি জনার্ধন কর্মকার সুমন, পাল্স কক্সবাজার এর কর্মসূচি সমন্বয়কারি কামাল হোছাইন, রাফুল আমিন, ব্র্যাক ওয়াশ কর্মসূচি রামুর ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, ব্র্যাকের পল্লী সমাজের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা সহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

#############################

বর্ধিত সভায় ইউনিয়ন ও তৃণমূল নেতাদের সমর্থন কাউয়ারখোপে নৌকার প্রার্থী শফিউল আলম

সোয়েব সাঈদ, রামু

রামুর কাউয়ারখোপ ইউনিয়নে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে ইউনিয়ন ও তৃণমূল নেতাদের পূর্ণ সমর্থন পেয়েছেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সচিব শফিউল আলম। উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় তাকে এ সমর্থন দেয়া হয়।

গতকাল রবিবার (৬ মার্চ) বিকাল ৫টায় কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোহাম্মদ হোছাইন এমইউপি’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, সহ সভাপতি তপন বড়–য়া, হানিফ বিন নজির, নুরুল ইসলাম বকুল, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, নুরুল হক চৌধুরী, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী জাকের আহমদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের নেতা এহসানুল করিম, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক সিদকার, জোয়ারিয়ানালা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাবিবুল্লাহ প্রমূখ।

ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ কালু, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য আলী আহমদ, জাফর আলম, হেফাজতুর রহমান, আনোয়ার কামাল বাদল, তারেক আহমদ, ডা. শ্যামল শর্মা, হারুন অর রশিদ, ওবাইদুল হক, আজিজুল হক, আবদুল মালেক, আবদুল মান্নান ভূট্টো, শহিদুল্লাহ সিকদার, দিপক বড়–য়া, ছালামত উল্লাহ, ১ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির হোছন, ২ নং ওয়ার্ড সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, ৩ নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মনির আহমদ, ৪ নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি আলী আহমদ, ছলিম উল্লাহ, ৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, ৭ নং ওয়ার্ড সভাপতি মো. কায়েস মেম্বার, সাধারণ সম্পাদক দিপু বড়–য়া, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, ৯ নং ওয়ার্ড সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত সকল প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মী ও আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বর্ধিত সভায় চেয়ারম্যান পদে কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু সৈনিকলীগ কক্সবাজার জেলার সহ সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সচিব শফিউল আলম তৃণমূল পর্যায়ের নেতাদের সমর্থনে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এতে অপর মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা তারেক আহমদ শফিউল আলমকে পূর্ণ সমর্থন দেন এবং তাঁর পক্ষে স্বত:স্ফূর্তভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আওয়ামীলীগ নেতা আজিজুল হক।

 

পাঠকের মতামত: