ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় দিনদুপুরে বসতবাড়িতে হামলাভাংচুর ও লুটপাট, ছাত্রীসহ ৬ জন আহত

ডযএম.জিয়াবুল হক, চকরিয়া :::

কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ওইসময় বাঁধা দিতে গিয়ে দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হয়েছেন আক্রান্ত পরিবারের কলেজ ছাত্রীসহ ৬জন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কোচপাড়া (বাসটার্মিনাল) এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। আক্রান্ত পরিবার সদস্যরা অভিযোগ করেছেন, হামলার সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালিয়ে ১২ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫লাখ টাকার মালামাল লুট ও ক্ষতিসাধন করেছে।

অভিযোগে আক্রান্ত পরিবারের গৃহকর্তা আলী আহমদের ছেলে যুবলীগ নেতা ফোরকানুল ইসলাম জানান, তাদের পৈত্রিক জায়গা জবরদখলের জন্য পাশের কিছু প্রভাবশালী লোকজন দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছে। এ কারনে গত ১৩ ফেব্রুয়ারী দুপুরে একই ভাবে জবরদখল চেষ্টা করে নানাভাবে হুমকি ধমকি দেন। এ কারনে ওইদিন চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরীও রুজু করা হয়েছে। ফোরকানুল ইসলাম অভিযোগ করেছেন, ওই ঘটনার জের ধরে সর্বশেষ শনিবার বিকেলে স্থানীয় এখলাছুর রহমান ও তার ছেলে হোছাইনসহ ১২-১৪জনের দুর্বৃত্ত দল হামলা চালায় ফের বসতবাড়িতে। ওইসময় বাড়ির ঘেরাবেড়া, গোয়ালঘরে ব্যাপক ভাংচুর করে বাড়িতে ঢুকে লুটপাট চালায়। হামলার সময় বাঁধা দিতে গেলে মারধরে গুরুতর আহত করা হয় কলেজ ছাত্রীসহ ৬জনকে। আহতরা হলেন, গৃহকর্ত্রী আয়েশা বেগম (৬৫), ছেলে ফোরকানুল ইসলাম (৩২), বিবাহিত মেয়ে রাফিয়া আক্তার (২৮), ছেলে কলেজ ছাত্র ইমরানুল ইসলাম (২১), রুজিনা আক্তার (৩০), কলেজ ছাত্রী মিফতাহুল জন্নাত সাথী (১৮)। হামলার সময় বাড়ি থেকে ১২ভরি স্বর্ণালঙ্কার লুট ও বিপুল পরিমাণ ধান চাউল এবং আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৫লাখ টাকার ক্ষতিসাধন করেন বলে অভিযোগ করেন আক্রান্ত পরিবার সদস্যরা। এদিকে ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার ওসি’র নির্দেশে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। #

পাঠকের মতামত: