সোয়েব সাঈদ, রামু ::
কক্সবাজারের রামুতে সামাজিক বনায়নের উপকারভোগীদের লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার ৫ডিসেম্বর দুপুরে রামু উপজেলা পরিষদ মিলনাতয়নে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ন কবির।
অনুষ্ঠানে বন বিভাগের রাজারকুল রেঞ্জের আওতাধিন খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী বিটের ২০০৬-০৭ অর্থ বছরে সৃজিত ২০ হেক্টর সামাজিক বনায়নের ৩০ জন উপকারভোগীর হাতে ৩৩ লাখ ৪৩ হাজার ৮২০ টাকার চেক হস্তান্তর করা হয়। এরমধ্যে ১০ জন উপকারভোগী ১ লাখ ৬৭ হাজার ১৯০ টাকা এবং ২০ জন উপকারভোগী ৮৩ হাজার ৫৯৫ টাকা করে পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ন কবির বলেন, সামাজিক বনায়নের টাকা পাওয়া-না পাওয়া নিয়ে উপকারভোগীদের মাঝে অনেক সংশয় বিরাজ করে। এখন মোটা অংকের অর্থেও চেক পেয়ে উপকারভোগীদের সেই সংশয় রইলো। পাশাপাশি সামাজিক বনায়নের এ সফলতা অন্যান্য বাগানের উপকাভোগীদের বাগান রক্ষনাবেক্ষনে উৎসাহিত করবে।
রামু উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও রাজারকুল রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগরের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি বন সংরক্ষক সোহেল রানা, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এাহবুবুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, বিট কর্মকর্তা জসিম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে মিজানুর রহমান সিকদার ও নুরুল ইসলাম বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ উপকারভোগীদের লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
পাঠকের মতামত: