ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

লামায় ৪০ লিটার মদসহ ৩ নারী পাচারকারী গ্রেফতার

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

বান্দরবানের লামায় পাচারকালে ৪০ লিটার চোলাইমদ সহ ৩ নারী পাচারকারীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। সোমবার (২৬ নভেম্বর) সকালে লামা পৌরসভার মধুঝিরিস্থ জীপ স্টেশন হতে তাদের গ্রেফতার করা হয়। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, এসআই মাসুদ সিকদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় ৪০ লিটার চোলাই মদ সহ ৩ জন নারী পাচারকারীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মংপ্রু মার্মার স্ত্রী আওয়াইং মার্মা (৩০), কক্সবাজার পৌরসভার টেকপাড়ার এলাকার প্রদীপ দাসের স্ত্রী সুমা মার্মা (২৭) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের থুলাসিং মার্মার স্ত্রী হ্লাসিং মার্মা (২৩)।

পুলিশের এসআই মাসুদ সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। এসময় লামা পৌরসভার মধুঝিরিস্থ জীপ স্টেশনে গ্রেফতারকৃত ৩ নারীর কাছে গচ্ছিত ব্যাগ হতে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করি। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ২২ এর (গ) ধারায় মামলা করা হয়েছে। মামলা নং- ১০, তারিখ- ২৬ নভেম্বর ২০১৮ইং। গ্রেফতারকৃতদের বিকেলে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: