ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে মসজিদে হামলায় ২৬ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক ::
আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটির মসজিদে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, খোস্ত প্রদেশের খেল জেলায় একটি মসজিদে শুক্রবারের নামাজের জন্য সমবেত মুসল্লিদের ওপর এই হামলা চালানো হয়।

নিহতদের সবাই আফগান নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন খোস্তের সামরিক মুখপাত্র ক্যাপ্টেন আব্দুল্লাহ।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

পশ্চিমা দেশ-সমর্থিত আফগান সরকারকে উৎখাত ও আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য দূর করার জন্য যুদ্ধ চালাচ্ছে তালিবানরা। সম্প্রতি তারা আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি শক্তিশালী হামলা চালিয়েছে।

চরমপন্থি ইসলামি যোদ্ধারা আফগান নিরাপত্তা বাহিনীর শত শত সদস্যকে হত্যা করেছে তাদের চেকপয়েন্ট ধ্বংস করে দিয়েছে এবং অস্ত্র কেড়ে নিয়েছে, জানায় রয়টার্স।

রাজধানী কাবুলের ধর্মীয় পণ্ডিতদের এক সমাবেশে আত্মঘাতী হামলার তিন দিন পর শুক্রবারের হামলা চালানো হলো।

মহানবী মোহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে হামলায় ৯০ জন আহত হয়।

পাঠকের মতামত: