ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মনোনয়ন আবেদন বিক্রি করে বিএনপি আ’লীগের আয় ২৬ কোটি টাকা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের আবেদন ফরম বিক্রি করে বিএনপি ও আওয়ামীলীগ প্রায় ২৬ কোটি টাকা আয় করেছে। বিএনপি মনোনয়নের আবেদন ফরম জমা নিয়েছে মোট ৪৫৮০ টি। প্রতিটি আবেদন ফরমের ক্রয়মূল্য ৫ হাজার টাকা ও জমা দেয়ার সময় জামানত হিসাবে নেয়া হয়েছে ২৫ হাজার টাকা। অর্থাৎ প্রতিটি আবেদন ফরম ক্রয় ও জামানত বাবদ মোট ৩০ হাজার টাকা নেয়া হয়েছ। ৫৪৮০ টি ফরম জমা বাবদ বিএনপি’র মোট আয় হয়েছে ১৩ কোটি ৭৪ লাখ টাকা। অপরদিকে, আওয়ামীলীগ শুরুতেই প্রতিটি মনোনয়ন আবেদন ফরমের দাম নিয়েছে ৩০ হাজার টাকা। আওয়ামীলীগ মোট ফরম বিক্রি করেছে ৪০২৩ টি। সে হিসাবে আওয়ামীলীগের মোট আয় হয়েছে ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ বিএনপি ও আওয়ামীলীগের মোট ৮৬০৩ টি মনোনয়নের আবেদন ফরম বিক্রি করে মোট আয় হয়েছে ২৫ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা। উভয় দলের দপ্তর সুত্রে এ তথ্য জানা গেছে।

পাঠকের মতামত: