ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আমি নির্বাচিত হলে চকরিয়া পৌরবাসির দেয়া ঋণ সততার সাথে পরিশোধ করবো -চকরিয়ায় মেয়র প্রার্থী আলমগীর

ািাাাাাাাাএম.জিয়াবুল হক,চকরিয়া :::

চকরিয়া পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের একক মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী মঙ্গলবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মী, সমর্থক, এলাকার মুরব্বী ও সর্বস্থরের জনগনকে সাথে নিয়ে নৌকা মার্কার সমর্থনে ব্যাপক গনসংযোগ ও পথসভা করেছেন। এদিন তিনি পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বিনামারা, মৌলভী আবুল হোসেন পাড়া, ৫নম্বর ওয়ার্ডের খোন্দকারপাড়াসহ আশপাশ এলাকায় গনসংযোগ ও পথসভা করে স্থানীয় সকলস্থরের মানুষের সাথে মতবিনিময় করেন। গনসংযোগকালে মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী বলেন, অনেকে আপনার রায় নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর তাঁরা জনগনের ভাগ্য উন্নয়নে কোন ধরণের কাজ করেনি। বরং তাঁরা নিজেদের ভাগ্য উন্নয়নে গোপনে গোপনে কাজ করেছেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের মুল্যবান ভোটে আমি মেয়র নির্বাচিত হলে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার আর্শীবাদে চকরিয়া পৌরবাসির দেয়া ঋণ সততার সাথে অক্ষরে অক্ষরে পরিশোধ করবো। উন্নয়নের ক্ষেত্রে কোন ধরণের বৈষম্য হবেনা। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্টা করা হবে। গরীব মানুষের জন্য পৌরসভার সকল ধরণের ট্যাক্স কমিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ একজন পরীক্ষিত ও নিস্কুলশ জননেতা হিসেবে আমাকে আগামী ২০ মার্চের নির্বাচনে দেশরত্ম শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিন। আমি আপনাদের একজন পরীক্ষিত খাদেম হবো। তবে শাসক হবেনা।

এদিন পৌরসভার বিভিন্ন স্থানে আওয়ামীলীগের মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী তথা নৌকা প্রতীকের সমর্থনে গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছরওয়ার আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা আমিনুর রশিদ দুলাল, উপজেলা আ,লীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সহ-সভাপতি আবু তালেব, আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, ৫নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকান্দর বাদশা নাগু সওদাগর, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিন, পৌর আওয়ামীলীগ নেতা বেলাল উদ্দিন বিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাইছার উদ্দিন কছির, পৌরসভা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরিফ মাইন উদ্দিন রাসেল, পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, উপজেলা পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাজী জালাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, এসএম সায়েম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়েতুল কবির বাপ্পী উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জামশেদ উদ্দিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির হিরু, পৌর ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ জয়, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, পৌর মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মানিকসহ বিপুল নেতাকর্মী।

পাঠকের মতামত: