ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

রামুতে প্রবারনা পূর্নিমা উদযাপন (রামু সংবাদ)

সোয়েব সাঈদ, রামু ::

রামুর বৌদ্ধরা সম্প্রীতি ও দেশের কল্যাণ কামনা করে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করেছে। সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে হাজার প্রদীপ প্রজ্জ্বলণ করে আকাশে ফানুস উড়িয়ে ভগবান সম্যক সম্বুদ্ধকে পূজা করেন বৌদ্ধরা। ধর্মীয় উৎসব শুভ প্রবারনা পূর্ণিমার প্রথম দিনে রামু উপজেলার সতেরটি বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, অষ্টশীল গ্রহন, স্বধর্মালোচনা, প্রদীপ পুজা, হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উড়ানোর মধ্যদিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এ উৎসব উদযাপন করা হয়। সন্ধ্যায় ফানুস উড়ানোকে ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীর পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝেও ব্যাপক সাড়া জাগিয়েছে। সন্ধ্যা রামুর বিভিন্ন বিহারে ফানুস উড়ানো দেখতে শত শত মানুষ ভিড় জমায়। বিভিন্ন বৌদ্ধ গ্রাম থেকে সন্ধ্যার আঁধারে ফানুস উড়ানো হলে আকাশ তারায় তারায় পরিপুর্ন হয়ে উঠে।

রামু উপজেলা বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পুরাকীর্তি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিনমাস বর্ষাব্রতের পর ফানুস উড়ানো, জাহাজ ভাসাই উৎসব ও কঠিন চীবর দানের মহানন্দে শুভ প্রবারণা পূর্ণিমা উদ্যাপন কওে বৌদ্ধরা। এ উৎসবে জাতিধর্ম নির্বিশেষে সমগ্র দেশবাসীর কল্যাণ কামনা করা হয়। তিনি বলেন, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রামু কেন্দ্রীয় সীমা মহা বিহারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। ধর্মালোচনায় সভাপতিত্ব ও ধর্মদেশনা করেন, বিহার অধ্যক্ষ বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষু পন্ডিত সত্যপ্রিয় মহাথের।

বৌদ্ধদের মতে, রাজকুমার সিদ্ধার্থ (ভগবান সম্যক সম্বুদ্ধ) বুদ্ধত্ব লাভের আগে অনোমা নদীর তীরে এসে সন্ন্যাসী বেশ ধারন করার পূর্বে নিজের রাজ তরবারী দিয়ে স্বীয় মাথার কেশ (চুল) কর্তন করতঃ চুলের গোছা হাতে নিয়ে অধিষ্টান করেন যে, আমি যদি সত্যি বুদ্ধ হবার যোগ্য হই তাহলে সমস্ত চুল উর্দ্ধগামী হোক। অধিষ্টান পূর্বক চুলের গোছাটি উর্দ্ধদিকে ছুড়ে মারলেন। স্বর্গপতি দেবরাজ ইন্দ্র স্বর্ণময় পাত্রে চুলের গোছাটি ধারন করলেন,ইন্দ্ররাজা চুল গুলো দিয়ে দেবগণের পুজোর সুবিধার্থে স্বর্গে চুলামণি চৈত্য (জাদি) প্রতিষ্ঠা করেন। ঐ চুলামণি চৈত্যের পুজোর উদ্দ্যেশে ফানুস বাতি উড্ডয়ন করে মর্তলোকের বুদ্ধ পুজারীরা।

রামু উপজেলা বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পুরাকীর্তি সংরক্ষণ পরিষদেও সাধারণ সম্পাদক কেতন বড়–য়া জানান, প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামু বাঁকখালী নদীতে ভাসানো হবে কল্পজাহাজ। বাংলাদেশ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি উপ-সংঘরাজ রামু কেন্দ্রীয় সীমা মহা বিহারে অধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষু পন্ডিত সত্যপ্রিয় মহাথের এ অনুষ্ঠান উদ্বোধন করবেন।

ইতোমধ্যে রামুর ছয়টি বৌদ্ধ গ্রামে কল্পজাহাজ নির্মাণ করা হয়েছে। এ সব কল্পজাহাজে বাঁশ, বেত, কাঠ, রঙ্গিন কাগজ দিয়ে অপূর্ব কারুকাজে তৈরী জাহাজে ঈগল, ময়ূর, ঘোড়া, চূড়াসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। সেই জাহাজেই চড়ে শিশু-কিশোর ও যুবকরা বাঁধভাঙা আনন্দে, বাদ্য বাজিয়ে নাচে-গানে মেতে ওঠবে রামুর বাঁকখালী নদীতে।

############

রামুতে শিশু নিখোঁজ

রামু প্রতিনিধি ::

রামুতে রিয়া মনি (১২) নামের এক কন্যা শিশু ১৫দিন নিখোঁজ রয়েছে। রিয়া মনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকার মৃত খুইল্যা মিয়ার মেয়ে। এ ঘটনায় ২২ অক্টোবর রামু থানায় নিখোঁজ ডায়েরী করেছেন শিশুটির মা কহিনুর বেগম।

এতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ রিয়া মনি রামুর সদর ফতেখাঁরকুল ইউনিয়নের হেলালী ম্যানশনস্থ মোস্তাক আহমদের বাড়িতে ১ বছর ধরে গৃহ পরিচারিকার কাজ করতো। গত ১০ অক্টোবর বিকালে বাড়ির লোকজনের অজান্তে রিয়া মনি নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন স্থানে খোজাখুজি করেও মেয়েটির সন্ধান পাওয়া যায়নি। মেয়েটির উচ্চতা আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি। গায়ের রং কালো এবং পরনে ছিলো সেলোয়ার কামিজ। সে কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলে। মেয়েটির সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ : মোবাইল নং ০১৮২০-৫০৫৯১৩।

################

তান্যিমুল কুররা বাংলাদেশ রামু শাখার কমিঠি গঠিত

রামু প্রতিনিধি :::

পবিত্র কোরআন তেলাওয়াতকারী (ক্বারী) আলেমদের সংগঠন তান্যিমুল কুররা বাংলাদেশ রামু উপজেলা শাখার কমিঠি গঠিত হয়েছে। মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এর তেলাওয়াত এবং বিশুদ্ধ চর্চা ঘরে ঘরে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে রামুতে কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, রামু বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফজ শামসুল হক।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বাদে আছর জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা অফিস কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, তান্যিমুল কুররা বাংলাদেশ রামু কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী সাইফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, তান্যিমুল কুররা বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন তৌহিদ, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী জুবাইর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী আলমগীর হোছাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোছাইন।

সভায় জেলা শাখার নেতৃবৃন্দের পরামর্শক্রমে তান্যিমুল কুররা বাংলাদেশ রামু উপজেলা শাখার কমিঠি গঠন করা হয়। কমিটিতে জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফজ মাওলানা শামসুল হক সভাপতি এবং মাওলানা ক্বারী হুমায়ন রশিদ সাধারণ সম্পাদক মনোনীত হন। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মাওলানা হাফেজ আবদুল হান্নান, মাওলানা ক্বারী এহসান উল্লাহ, মাওলানা ক্বারী এরফান উল্লাহ, সহ সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ ইয়াকুব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল করিম, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ আবদুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী সাদেক উল্লাহ, সহ প্রচার সম্পাদক মাওলানা ছৈয়দ করিম, দপ্তর সম্পাদক মাওলানা ক্বারী আকতার কামাল, সদস্য মাওলানা হাফেজ ইসমাইল, মাওলানা হাফেজ আবদুল খালেক, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ক্বারী হোছাইন, মাওলানা ক্বারী আবদুল হান্নান।

#############

রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজের সামষ্টিক পাঠ সম্পন্ন

রামু প্রতিনিধি ::

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আদর্শ মানুষ গড়ার এক ঐতিহ্যবাহী পাঠশালা। বিশ্বসমাদৃত হক্কানী ওলামা-মশায়েখের হাতে গড়া প্রাচীনতম এ ছাত্র সংগঠন প্রতিষ্ঠাকাল থেকেই ঈমানদীপ্ত দর্শন, আদর্শিক চেতনা ও গঠনমূলক কর্মসূচী নিয়ে অভিযাত্রা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের দায়িত্বশীল কর্মীদের মানোন্নয়নের লক্ষ্যে সম্প্রতি রামু উপজেলা শাখা কর্তৃক সামষ্টিক পাঠ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি বলেন, সংগঠনের, পরিচিতি, পাঁচ দফা কর্মসূচী ও কর্মনীতির ওপর সামষ্টিক পাঠে গভীর অভিনিবেশ, ইসলামী নেজাম প্রতিষ্ঠার ব্রত নিয়ে আত্মত্যাগী ও যথাযোগ্য সিপাহসালার হিসেবে নিজেদের গড়ে তোলার দৃপ্তশপথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ততায় আমরা আশান্বিত। এ রকম গঠনমূলক কর্মসূচীর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এ আয়োজনে অংশ নেন, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, কক্সবাজার শহর আহবায়ক সাইফুর রহমান মাহদী, উপজেলা অর্থ সম্পাদক মুহাম্মদ আরজু, দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আতিকুর রহমান, সদস্য মুহাম্মদ সাঈদ হোসাইন, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ নোমান, মুহাম্মদ ইয়াছিন, সিরাজুল ইসলাম প্রমুখ।

 

পাঠকের মতামত: