ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মুচলেকায় জামিন পেলেন মাহফুজ আনাম

2016_03_01_13_27_33_KZjPsJ9zZKPXG6DBzsuW5LjCSx6mPn_original-768x432সি এন ডেস্ক :::

ইলেভেনের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে রংপুরে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক শফিউল আলম এক হাজার টাকার বন্ডে মুচলেকা নিয়ে মাহফুজ আনামের জামিন মঞ্জুর করেন।

মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ মে নির্ধারণ করা হয়েছে।

মাহফুজ আনামের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী জামিনের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।

এদিকে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট পিপি আব্দুল মালেক বাংলামেইলকে জানান, শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের অভিযোগে গত ১৫ ফেব্রুয়ারি ১শ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা।

মামলা দায়েরের দিনই শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম মাহফুজ আনামকে পহেলা মার্চ আদালতে স্বশরীরে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

আজ মঙ্গলবার দুপুরে আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

পাঠকের মতামত: