ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বিএনপি-জামাত দেশকে জঙ্গী-সন্ত্রাসীদের অভয়ারণ্য করেছিলো  -রামুতে  এমপি কমল

সোয়েব সাঈদ, রামু ::

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকাকালে দেশ ছিলো জঙ্গী-সন্ত্রাসীদের অভয়ারণ্য। একের পর একে জঙ্গী হামলায় দেশ পরিনত হয়েছিলো মৃত্যুপুরীতে। আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জঙ্গী, উগ্রবাদ-সহিংসতাকারিদের কঠোরভাবে দমন করেছে। উগ্রবাদ-সহিংসতা প্রতিরোধে সরকারের ভূমিকা বিশ^ব্যাপী প্রশংসিতও হয়েছে।

সাংসদ কমল মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মিলঘর স্টেশনে উগ্রবাদমুক্ত সহনশীল সমাজ গঠনের তরুন তরুনীদের সংহতি সমাবেশ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এমপি কমল আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে এখন দেশের মানুষের জীবনযাত্রা পাল্টে গেছে। এখন কাউকে না খেয়ে থাকতে হয় না। ঘরে ঘরে বিদ্যুৎ, দশ টাকা কেজি দরে চাল দিয়ে সরকার অবহেলিত, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত ৫ বছরে কক্সবাজার-রামুতে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে। সরকারের চলমান সকল কাজ শেষ হলে এখানকার মানুষের আরো উন্নত সুযোগ-সুবিধা ভোগ করবে। তাই চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন আওয়ামীলীগ সরকারকে আবারো নির্বাচিত করতে হবে।

কোডেক তরুন আলো প্রকল্পের সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করে, থোয়াইংগাকাটা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি.। খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হক, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি, রামু উপজেলা সমবায় কর্মকর্তা মো. সলিম উল্লাহ, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, কোডেক তরুন আলো প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মনিরুজ্জামান মুকুল, কোডেক তরুন আলো প্রকল্পের রামু উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর কামরুল ইসলাম, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল গফুর, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্য কামাল উদ্দিন, রামু রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক, আওয়ামীলীগ নেতা ছাব্বির আহমদ, নুরুল হক ম্যানেজার, বেলাল ফকির প্রমূখ।

ছাত্রলীগ নেতা সাংবাদিক মমতাজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে থোয়াইংগাকাটা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি. এর সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপদেষ্টা আবদুর রহিম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তুরের বিপুল জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে এমপি কমল খুনিয়াপালংয়ে গণসংযোগ করেন। গনসংযোগকালে এমপি কমল বলেন, সর্বস্তরের জনতাকে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

এছাড়াও রাতে এমপি কমল রামু উপজেলায় শারদীয় দূর্গোৎসবের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় এমপি কমল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। পরিদর্শনকালে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ, আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতি বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ রামু উপজেলার ১৩ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পাঠকের মতামত: