নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে। কুতুবদিয়াকে অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে বর্তমান আ‘লীগ সরকার মনোনীত প্রাথীকে বেঁেছ নিতে হবে। আজ শনিবার (৬ অক্টোবর) বিকালে কুতুবদিয়া উপজেলা প্রশাসন আয়োজিত ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনিী দিবসে মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহি অফিসার মনোয়ারা বেগমের সভাপতিত্বে বড়ঘোপ সিটিজেন পার্ক মাঠে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস, উপজেলা আ‘লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান নুরুচ ছাফা বি.কম, জেলা পরিষদ সদস্য মোশাররফা জান্নাত, মহেশখালীর কুতুবজুম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোছাইন, ধলঘাটা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, জেলা আ‘লীগ সদস্য শফিউল আলম কুতুবী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মেহেরুননেছা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুব আলম এম ইউপি,যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তাহের, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, নাজিম উদ্দিন লালা, প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ন আহবায়ক সেলিম উদ্দিন লিটন, আরিফুল ইসলাম, বাস্তুহারা লীগের সভাপতি মনির আহম্মদ মাতবর, ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি এইচ এম সাজ্জাদ, মাতবর, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তারেক আজিজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, দলীয় ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।
পরে উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী ষ্ঠলগুলোর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২য় স্থান উপজেলা প্রকল্প কার্যালয় ও ৩য় হয় উপজেলা এলজিইডি কার্যালয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারি শিক্ষক মাকসুদ আলম।
পাঠকের মতামত: