ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চাকুরীতে নিয়োগের কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করে পরিপত্র জারী

নিউজ ডেস্ক ::

প্রথম ও দ্বিতীয় শ্রেনীর চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করে পরিপত্র জারি করা হয়েছে। ৪ অক্টোবর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিধি-১ শাখা থেকে মন্ত্রনালয়ের সচিব ফয়েজ আহমদ স্বাক্ষরিত ২৭৬ নং স্মারক মূলে এই পরিপত্র জারি করা হয়। জারিকৃত পরিপত্রে বলা হয়েছে, সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত ও বিভিন্ন কর্পোরেশনের চাকুরীতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রনালয়ের ১৯৯৭ সালের ১৭ মার্চ সম(বিধি-১) এস-৮/৯৫(অংশ-২) ৫০০ নং স্মারকে জারীকৃত কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করা হলো। এখন থেকে ৯ম গ্রেড অর্থাৎ পূর্বতন প্রথম শ্রেণী এবং ১০তম থেকে ১৩তম গ্রেড অর্থাৎ পূর্বতন দ্বিতীয় শ্রেণীর চাকুরীতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকুরীতে নিয়োগ প্রদান করা হবে।

পাঠকের মতামত: