ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌরবাসির মাঝে শতভাগ নাগরিক সেবা নিশ্চিতের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করবো -মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী

Chakaria Pc Alamgir chy 27-02-2016এম.জিয়াবুল হক, চকরিয়া :::

আগামী ২০মার্চ চকরিয়া পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিশিষ্ট জননেতা মো: আলমগীর চৌধুরী গতকাল ২৭ফেব্রুয়ারী পৌরসভার ৪,৮ ও ৯নং ওয়ার্ডে এবং পৌর শহরের ব্যবসায়ীদের কাছে গিয়ে ব্যাপক গনসংযোগ করেছেন। এসময় তাকে দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীরা হাতনেড়ে অভিবাদন জানান। এদিন সন্ধা সাড়ে ৬টায় পৌর ৯নং ওয়ার্ডের রাজধানী পাড়া এলাকায় সমাবেশে মিলিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা চকরিয়া পৌরবাসীর সেবায় আমাকে মনোনীত করেছেন। শেখ হাসিনার স্বপ্ন ও পৌরবাসীর আশা আকাংখার বাস্তবায়নে প্রতীক নৌকা মার্কায় ভোট চাই। আমি মেয়র নির্বাচিত হলে চকরিয়া পৌরবাসির মাঝে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করবো। বেকারত্ব দূরী করণে প্রদক্ষেপ নেবো, মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে এবং উন্নত জাতি গঠনে কাজ করবো। প্রয়োজনে চকরিয়া পৌরসভা ও আশপাশ এলাকায় একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবো। তিনি বলেন, সকল প্রকার রাজনৈতিক প্রতিহিংসা দুর করে সকলের জন্য সহবস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবো। পাশাপাশি সকল ওয়ার্ডে সমানহারে উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্টিত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লাইলা বেগম। এসময় গণসংযোগে উপস্থিত ও মহিলা সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কক্সবাজার ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করিম সাঈদী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ আলম কমিশনার, সহ-সভাপতি এম আর চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, পৌর আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মুসলেহ উদ্দিন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লিটন, সহসভাপতি আমান উদ্দিন আমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ওমর হামজা, সাংস্কৃতিক জোটের নেতা ইমাম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, কন্ট্রাক্টর আবদুল হাকিম, পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জামশেদ উদ্দিন বাবুল, পৌর যুবলীগের সহসভাপতি এম খলিল উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরিফ মঈন উদ্দিন রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়তুল কবির বাপ্পী, বর্তমান সভাপতি এম আরিফুল ইসলাম চৌধুরী, পৌর শ্রমিকলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইসমাইল হোসেন ধলু, ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু, পৌর ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ জয়, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, ওসমান গনি, কাজল হিরু ও পৌর মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মানিক সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##

পাঠকের মতামত: