ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

লামায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::   বান্দরবানের লামা বন বিভাগ সামাজিক বনায়নের সৃজিত বাগানের ৩৮জন উপকারভোগীদের মাঝে লভ্যাংশের টাকার চেক বিতরণ করেছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লামা বন বিভাগের রেস্ট হাউজস্থ এক অনুষ্ঠানে ৩৮ জন উপকারভোগীর মাঝে ৩১ লক্ষ ৬৭ হাজার টাকার চেক বিতরণ করা হয় ।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান মো. জাফর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামছুল হুদা, লামা সদর রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ বাবলু, লামা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, বমু বিলছড়ি সাবেক ইউপি মেম্বার কপিল উদ্দিন, উপকারভোগী রুহুল আমিন, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মো. ফরিদ ও মো. কামরুজ্জামান।

বন বিভাগ লামা অফিসের দেয়া তথ্য মতে সামাজিক বনায়নের আওতায় লামা বন বিভাগের মাতামুহুরী রেঞ্জ ও বমু বিটে সৃজিত বাগানের লভ্যাংশ বাবদ এ পর্যন্ত ২২৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১৩ লক্ষ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ জানান, লামা বন বিভাগের মাতামুহুরী রেঞ্জে ১১ শত ২১ জন উপকারভোগী ১ হাজার ৩০ হেক্টর, তৈন রেঞ্জের ৩৬৩ জন উপকারভোগী ১৭৫ হেক্টর, বমু বিটে ৬২৬ জন উপকারভোগী ৩৩৭.৮৮ হেক্টর, ডলুছড়ি রেঞ্জের ১৭২ জন উপকারভোগী ৭০ হেক্টর, সাংগু রেঞ্জে ৫০ জন উপকারভোগী ২০ হেক্টর এবং নাইক্ষ্যংছড়ি রেঞ্জের ৭৪ জন উপকারভোগী ৩০ হেক্টর জায়গায় সামাজিক বনায়নের আওতায় বাগান সৃজন করেছে।

পাঠকের মতামত: