ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

শিলং আদালতে সালাউদ্দিনের রায় ২৮ সেপ্টেম্বর

কক্সবাজার প্রতিনিধি  :

সব কিছু ঠিকঠাক থাকলে বিএনপি নেতা সালাউদ্দিন অাহমেদের মামলার রায় হবে ২৮ সেপ্টেম্বর। গত ১৩ আগষ্ট সবশেষ শিলং আদালতে ওই বিএনপি নেতার বিরুদ্ধে আনা অনুপ্রবেশের মামলার শুনানি শেষ হয়। রোববার ২৩ সেপ্টেম্বর রাতে সময় টেলিভিশনকে শিলং থেকে টেলিফোনে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ।

বিএনপি নেতার আশা, ”মামলার বিচার দীর্ঘ  হলেও অাদালতের কাছে ন্যায় বিচার পাবেন”।

২০১৪ সালে ১০ মার্চ ঢাকার বাসা থেকে নিখোজ হওয়ার প্রায় এক বছর পর ২০১৫ সালে ১১ মার্চ মেঘালয়ের রাজধানী শিলং শহরে আচমকা আবিস্কার হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। হঠাৎ শিলংয়ের তার অবস্থান নিয়ে যদিও পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে।

শিলং পুলিশের দাবি, তাকে শহরের গলফ ক্লাবের মাঠ থেকে গ্রেফতার করা হয়।

তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, চোখ বাধা অবস্থায় কেউ তাকে সেখানে ছেড়ে যায়। তিনিই স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে স্থানীয় থানায় গিয়ে জানান।

ভারতীয় আইন অনুযায়ী, পাসপোর্ট ভিসা না থাকলে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। সালাউদ্দিনের বিরুদ্ধেও ভারতীয় দন্ডবিধির ফরেনার্স অ্যাক্টের ১৪-এ ধারায় মামলা করে শিলং পুলিশ।

শিলং আদালত ওই মামলার রায় জানাবেন ২৮ সেপ্টেম্বর।

পাঠকের মতামত: