ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ওবায়দুল কাদের ২৩ সেপ্টেম্বর চকরিয়ায় আসছেন

এম.জিয়াবুল হক, চকরিয়া :::   আগামী একাদশ নির্বাচন উপলক্ষে চকরিয়া-পেকুয়া আসনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে আওয়ামীলীগের সাংগঠনিক প্রস্ততির অংশ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর চকরিয়া পৌর বাসটার্মিনাল মাঠে স্মরণকালের বিশাল সমাবেশের আয়োজন করছে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ। অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া-পেকুয়াবাসির উদ্দেশ্যে ভাষন দেবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সমাবেশে বিশেষ অতিথির ভাষন দেবেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ মাহাবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়–য়া, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা ও সাধরণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। অনুষ্ঠিতব্য সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগমের টার্গেট নিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগ। সেইজন্য কাজ করতে গতকাল থেকে মাঠ পর্যায়ে আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীদের কাছে বার্তা প্রেরণ শুরু করা হয়েছে।

চকরিয়ায় আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ও আগামী ২৩ সেপ্টেম্বর চকরিয়া বাস টার্মিনালে আওয়ামীলীগের অনুষ্ঠিতব্য স্বরণকালের বিশাল সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল ১৪ সেপ্টেম্বর বিকালে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ভেন্ডিবাজারস্থ আপন কমিউনিটি সেন্টারে জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলমের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী প্রস্ততি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার,আবু মুছা, যুগ্ম সম্পাদক চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক সাহাব উদ্দিন, ধর্ম সম্পাদক ডা.মীর আহমদ হেলালী, দপ্তর সম্পাদক মাস্টার আবদুল জলিল, আওয়ামীলীগ নেতা আমিনুল করিম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হাসানুল হক, সদস্য আলহাজ জয়নাল আবেদিন মেম্বার।

সভায় আরও বক্তব্য রাখেন বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ, সম্পাদক নুরুল ইসলাম, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, সম্পাদক খ ম বুলেট, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আতিকুর রহমান হানু, মেম্বার কাইছার, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক নাজেম উদ্দিন, বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার বেলাল আহমদ, সম্পাদক ডা.নুরুল আলম, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, সম্পাদক মেহেরাজ উদ্দিন মেরাজ, সুরাজপুর-মানিকপুর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হামিদ হোছাইন, ফাসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্যানেল চেয়ারম্যান সাহাব উদ্দিন, সম্পাদক নুরুল আবছার, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি জামাল হোছাইন, ভারপ্রাপ্ত সম্পাদক মনছুর আলম, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক বশির আহমদ, সহ-সভাপতি বাহাদুর হক, সম্পাদক বেলাল আজাদ, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমদ কবির, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ জাফর আলম সিআইপি প্রমুখ। এছাড়াও সভায় চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: