ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

রশিদ নগরে হানিফ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও ::  চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদ নগরের নাদেরুজ্জামান স্কুল সংলগ্ন হামির পাড়া এলাকায় হানিফ পরিবহন ও ডায়মন্ড সিমেন্টের খালী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপার সহ অন্তত ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য মতে, কক্সবাজার থেকে চট্রগ্রামমুখী সিমেন্ট কোম্পানীর একটি খালী ট্রাক সামনের চাকা নষ্ট হওয়ায় চালক গাড়ীটি নিয়ন্ত্রনে রাখতে না পারায় অপরদিক থেকে আসা কক্সবাজারমুখী হানিফ পরিবহনের সামনে ধাক্কা দেয়। এ সময় ট্রাক ড্রাইভার নুরুল হকসহ হেলপারের শরীরে নানা স্থানে আঘাত প্রাপ্ত হন বলে জানান একই কোম্পানীর আরেক ট্রাক চালক। তবে হানিফের চালকসহ আহত যাত্রীদের নাম টিকানা পাওয়া যায়নি। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনায় কবলিত গাড়ী দুটি উদ্বার করে তুলা তলী ক্যাম্পে নিয়ে যায়। এ বিষয়ে হাইওয়ে পুলিশের দায়িত্বশীল মুজাহিদ জানান, দু গাড়ীর চালক হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হয়।

পাঠকের মতামত: