ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

নাইক্ষ্যংছড়িতে বিশ্বমানের স্থল বন্দর করা হবে -শাহজান খাঁন

হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি ::

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বিশ্বমানের স্থল বন্দর নির্মানের আশ্বাস দিয়ে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতার দশ বছরে ১২টি স্থল বন্দর করেছে। বিএনপি একটি বন্দরও করতে পারেনি। তাই চাকঢালায় স্থল বন্দর করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। বীর বাহাদুর মুখে যা বলেন তাই করেন। তিনি শীঘ্রই সড়ক নির্মানের আশ্বাস দিয়েছেন। আমার পক্ষ থেকে তাঁকে সবধরনের সহায়তা দেয়া হবে। তিনি আরো বলেন- স্থল বন্দর নির্মানে মিয়ানমারেরও আগ্রহ থাকতে হবে। সেখানে এলসি স্টেশন প্রয়োজন। তাই কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহণ মন্ত্রী বলেন- শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরই দেশে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। মানুষের মাথাপিচু আয় বেড়েছে। খাদ্য রপ্তানি, খাদ্য উৎপাদন বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

মন্ত্রী শুক্রবার সকাল ১১টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে সম্ভাব্য স্থল বন্দরের সম্ভ্যাব্যতা যাচাই করতে গিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন।

উপস্থিত জনতার উদ্দ্যেশে তিনি বলেন- যারা মানুষ পুড়ে হত্যা করে তারা ভোট চাওয়ার অধিকার হারিয়েছে। আগামী নির্বাচনে তাদের প্রতিহত করুন।

এসময় বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বক্তব্য রাখেন।

এছাড়াও মতবিনিময় সভায় স্থল বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, ক্যানু অং চাক, আবু তাহের কোং, সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, দৌছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিব উল্লাহ উপস্থিত ছিলেন।

এদিকে এলাকার জনগণ তাদের প্রত্যাশার স্থল বন্দর নির্মানে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে শত শত তোরণ নির্মান ও ফেস্টুনে ছেঁয়ে যায়। দুপুরে মন্ত্রী ঘুমধুমের উদ্দ্যেশে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।

পাঠকের মতামত: