ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পাঁচজনকে পাকড়াও করে পুলিশে দিলো জনতা, বন্দুক উদ্ধার

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার পৃথক স্থান থেকে পাঁচজনকে ২টি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ জনতা পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র্র আইনে দুটি মামলা দায়ের করেছে। শুক্রবার ভোররাত দেড়টা দিকে উপজেলার উত্তর হারবাং ও ও বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

হারবাং থেকে আটকরা হলেন, বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকার মৃত আবদুল্লাহর ছেলে জয়নাল আবেদীন (৩৫), মৃত মীর্জা আবদুল মজিদের ছেলে জাকির হোছন (৫১), রশিদ আহমদের ছেলে আবদুল গফুর (২৬), পূর্ব বড় ভেওলা ইউনিয়নের হাজী রওশন আলী সিকদার পাড়ার আবদু শুক্কুরের ছেলে মনছুর আলম (৩২)। তাদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করেছে।

অপরদিকে ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী থেকে আটক মৃত কবির আহমদের ছেলে আহাম্মদ হোছন (৫০) থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে থানার এসআই মো. জাকির হোসেন ও এসআই মো. ইসমাইল বাদী হয়ে গতকাল শুক্রবার অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) ইয়াসির আরাফাত বলেন, উত্তর হারবাং এলাকায় শুক্রবার ভোররাতে জমি দখল করতে গেলে স্থানীয় লোকজন অস্ত্রসহ চার ব্যক্তিকে পাকড়াও করে থানা পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে।

অপরদিকে ডুলাহাজারার ডুমখালী এলাকায় বাড়ির পাশে রাস্তার উপর বন্দুক নিয়ে আহাম্মদ হোছন নামের একজন ঘোরাঘুরি করছিল। এসময় স্থানীয় লোকজন তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থ থেকে তাকে অস্ত্রসহ আটক করে।

ওসি তদন্ত আরো বলেন, আটক আহাম্মদ হোছনের বিরুদ্ধে বিভিন্ন ১৫-১৬টি মামলা রয়েছে। তৎমধ্যে বন মামলা ১০টি, অস্ত্র, হত্যাচেষ্টা দস্যুতাসহ আরো ৫টি মামলা আছে। হারবাং থেকে আটক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ৩টি পুরনো মামলা রয়েছে।

পাঠকের মতামত: