ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

কক্সবাজার সদরের ভারুয়াখালীর ঐ‌তিহ্যবাহী শিক্ষা প্র‌তিষ্টান “ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের”র ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর এক আলোচনা সভা বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত হয়। ২৩ আগষ্ট বিকালে অনুষ্টিত আলোচনা ও মতামত সভায় প‌বিত্র কোরান তে‌লোয়া‌তের মধ্য দিয়ে শুরু হয়। অর্ধশত বছর পূর্তি উৎসবকে তাৎপর্যময় করে তুলতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এ মত বিনিময় সভায় মিলিত হয়। প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ নূরের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএস‌সি ব্যাচ ১৯৮৮-২০১৮ সালের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। অনুষ্টা‌নের শুরু‌তে দিক‌নির্দেশনা ও পরামর্শ মূলক স্বাগত ‌বক্তব্য রাখেন, প্রাক্তন ছ‌াত্র আব্দুল হা‌মিদ ও শা‌কিল। এতে অন্যদের মাঝে মতামত পেশ করেন, আ‌মিনুল হক,ছুরত আলম,এসএম নুরুল হুদা শাহ জলাল,আবু হেনা কামাল,এবাদুল হক ওবাইদ,শাহাদত হোছন,‌শেফা উদ্দীন,‌ছৈয়দ নূর,‌মোস‌লেম উদ্দীন,আ‌মিনুল ইসলাম,আবু নওশাদ,জিয়াউল হক জিয়া,মামুন,সাহাব উদ্দীন সহ আ‌রো অ‌নে‌কে। মিলন মেলাকে সফল করতে এ সভা শেষে উপস্থিত সকলের মতা মতের ভিক্তিতে তিনটি উপ-কমিটি গঠন করার সিন্দান্ত হয়। আহ্বায়ক ক‌মি‌টি, আ‌য়োজক কমিটি,বাস্তাবায়ন ক‌মি‌টি গঠন করে কার্যক্রমকে সুন্দর ও গতিশীল করার জন্য সিন্দান্ত গ্রহন করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রুপালী সৈকতকে জানান, ২০১৯ সালে অত্র বিদ্যালয়টি ৫০ বছরে পূর্ণ হবে। ২০২০ সালে বৃহৎ আকারে সূর্বন জয়ন্তী অনুষ্টিত হবে। এই উপলক্ষে প্রথম পর্যায়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: