ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

কক্সবাজার সৈকতে ছুরিকাঘাতে ১৩ পর্যটক আহত, মালামাল লুট

নিউজ ডেস্ক ::
কক্সবাজার সমুদ্র সৈকতে ছিনতাইকারীর ছুরিকাঘাত ও মারধরে নারীসহ ১৩ পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে ছুরিকাঘাত করা হয়েছে।

ছুরিকাঘাতে আহত পর্যটকরা হলেন- শেখ পলাশ (২৫), মো. আরিফ (২৫), মুমিন (২০), মো. আমিন (১৯), মো. জহিরুল (১৪)। তারা সবাই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২১ আগস্ট) বিকেল ৩টায় সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহত আরিফ বাংলানিউজকে জানান, গত ১৯ আগস্ট (রোববার) কয়েকজন বন্ধু মিলে তারা কক্সবাজারে বেড়াতে আসেন। সেখানে তারা কেএম হাফিজুর রহমান নামে এক আত্মীয়ের বাসায় ওঠেন। মঙ্গলবার দুপুর তারা সৈকত থেকে গোসল করে বাসায় ফেরার পথে কবিতা চত্বরে ছিনতাইকারীর কবলে পড়েন।

এসময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা পাঁচটি মোবাইল, দু’টি স্বর্ণের চেইন ও নগদ টাকাসহ প্রায়ই আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেন আহতরা।

কেএম হাফিজুর রহমান বলেন, এ ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর-সার্কেল) আদিবুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনা শুনে কবিতা চত্বরে পুলিশ পাঠানো হলে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: