ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বান্দরবানে আগুনে ৬০টি ঘর পুড়ে ছাই

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান ::   বান্দরবানের মধ্যমপাড়ার বাজার ও পাশের বস্তিতে আগুন লেগে প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে। শনিবার (১১ আগস্ট) দুপুরে আগুনের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আরও জানান, দুপুরে মৃদুল বড়–য়ার বাসার রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের বসতিবাড়ি ও বাজারশেড আগুনে পুড়ে যায়। এতে বাজারশেডসহ মাসিং প্রু মারমা, উক্যহ্লা মারমা, অংচাইমং মারমা, অং থোয়াইমং মারমা ও উইনু চিং মারমার বাড়িসহ প্রায় ৬০টি বসতঘর পুড়ে যায়। পরে বান্দরবান ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থালে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে আগুনে বাজারশেডসহ ৬০টির মতো বসতবাড়ি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন বলা যাচ্ছে না।

এদিকে অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াছির আরাফাত, পৌর মেয়র ইসলাম বেবী, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ার সহ প্রশাসনের কর্মকর্তারা।

পাঠকের মতামত: