ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বাঁশখালীতে পাহাড় কাটা মাটি দিয়ে সড়কের কাজ

বাঁশখালী প্রতিনিধি ::

বাঁশখালীতে সওজের ৩০ কোটি টাকার কাজে বালুর পরিবর্তে ব্যবহার করছে পাহাড়ি মাটি। প্রচণ্ড বৃষ্টিতেই কাটা হচ্ছে পাহাড়। সরকার পাহাড় কাটা বন্ধে জোরালো পদক্ষেপ নিলেও এখানে কারো বাধা নেই। গতকাল শুক্রবার সকালে বাঁশখালীর পুকুরিয়া চাঁনপুর ও কালীপুর গুনাগরী পাহাড় কাটা হয়েছে। এক্সকাভেটর দিয়ে পাহাড় কেটে ট্রাকে ভরে এসব মাটি বাঁশখালী প্রধান সড়কের সংস্কারকাজে ব্যবহার করা হচ্ছে।

পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন বলেন, ‘বৃষ্টির মধ্যে পাহাড় কাটার বিষয়টি আমি গত বৃহস্পতিবার উপজেলা সমন্ব্বয় সভায় ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করেছি। বৃষ্টিতে পাহাড় কাটার কারণে ব্যাপক এলাকাজুড়ে ধস দেখা দিতে পারে। প্রশাসনের উচিত জরুরি ভিত্তিতে পাহাড় কাটা বন্ধ করা। প্রধান সড়ক সম্প্রসারণে বালু ব্যবহারের নিয়ম থাকলেও প্রকাশ্যে পাহাড়ি মাটি দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সামনে এ ভয়াবহ দুর্নীতি ও পাহাড় কাটার ঘটনা ঘটছে।’ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফাইল মিয়া বলেন, ‘পাহাড় কেটে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের বিষয়টি জানি না। এ রকম ঘটনা হয়ে থাকলে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ‘বৃষ্টিতে পাহাড় কাটার বিষয়টির অভিযোগ পেয়েছি। শিগগিরই পাহাড় কাটা বন্ধে অভিযান চালানো হবে।’

পাঠকের মতামত: