ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজার পৌরসভার মেয়র পদে ত্রি-মুখি প্রতিদ্বন্দ্বিতার আভাস

সৈয়দুল কাদের, কক্সবাজার :
কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে ধীরে-ধীরে ত্রি-মুখি প্রতিদ্বন্দ্বিতার দিকেই এগুচ্ছে। ২০ দলীয় জোটভুক্ত জামায়াত সমর্থিত প্রার্থী প্রচারণায় পিছিয়ে পড়লেও তাদের অবস্থান এখনো সু-সংহত। যার ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের সাথে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ও জামায়াত সমর্থিত প্রার্থী সরওয়ার কামালের সরাসরি প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা রয়েছে। তবে জামায়াত সমর্থিত প্রার্থী সরওয়ার কামাল দাবী করেছেন তিনি নির্বাচন থেকে কোনভাবেই সরে দাড়াবেন না। নির্বাচনে বিজয়ী হবেন এমন দৃঢ় আশাবাদী তিনি।
কক্সবাজার পৌরসভার মেয়র পদে নির্বাচনী লড়াই জমে উঠেছে। শহরের আনাচে-কানাচে ২০ দলীয় জোট থেকে একক প্রার্থী নির্ধারণের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এতেই বিভ্রান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এছাড়াও জামায়াত সমর্থিত প্রার্থী সরওয়ার কামাল প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রাপ্ত তথ্যে জানা যায় জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ সমঝোতার মাধ্যমে একক প্রার্থী করতে গোপনে জোর প্রচেষ্টা চালান। কিন্তু কোন মতেই ছাড় দিতে রাজি নন জামায়াত নেতৃবৃন্দ। তাদের দাবী কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলায় জামায়াতের অবস্থান সু-সংহত রয়েছে। তাই কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
জামায়াত সমর্থিত নাগরিক কমিটি মনোনীত প্রার্থী সরওয়ার কামাল জানিয়েছেন, শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাব। সরে যাওয়ার জন্য নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করিনি। আমার জনপ্রিয়তা পরিক্ষিত। এর বাইরে আর বলতে চাই না।বিএনপি’র কেন্দ্রিয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, যেকোন সময় চমক আসতে পারে। তবে কেমন চমক তা উল্লেখ করেননি। বিএনপি বিজয়ী হওয়ার জন্যই নির্বাচনে লড়ছে জানিয়ে তিনি বলেন, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপি প্রার্থী নিশ্চিত বিজয়ী হবেন।
জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী জানান, সরকারের মুখোশ খুলে দিতেই বিএনপি নির্বাচনে লড়ছে। শেষ পর্যন্তও নির্বাচনী মাঠে আমরা থাকব। ইতোমধ্যে আওয়ামী লীগ প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লংঘন করে যাচ্ছে। এরপরও আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।
জেলা জামায়াতে আমির মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, জামায়াত সমর্থিত প্রার্থী প্রত্যহারের কোন সম্ভবনা নেই। জামায়াত দলীয় অবস্থান যাচাই করতে নির্বাচনে লড়ছে। আমাদের অবস্থান কক্সবাজার পৌরসভায় কেমন তা সকলেরই জানা রয়েছে।
এদিকে জামায়াত প্রার্থী প্রচারণায় পিছিয়ে পড়ায় মেয়র পদে দ্বিমুখি প্রতিদ্বন্দ্বীতার দিকে ঝুকছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। তবে বিগত যেকোন সময়ের চেয়ে কক্সবাজার পৌর আওয়ামী লীগ সুসংঘটিত থাকায় এবং সরকারের উন্নয়ন ও মুজিবুর রহমান এর ব্যক্তি ইমেজকে পুঁজি করে শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
কক্সবাজার শহরের পেশকার পাড়ার বাবলু জানিয়েছেন, আওয়ামী লীগ প্রার্থীর অবস্থান আগের চেয়ে অনেক শক্তিশালী। প্রচারণায়ও এগিয়ে আছেন। তবে জামায়াত প্রার্থী পিছিয়ে পড়ায় বিএনপি’র অবস্থানও ভাল হচ্ছে।
শহরের মোহাজের পাড়ার এডঃ নজরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে সুন্দর পরিবেশ বিরাজ করছে। শহরবাসী একজন উপযুক্ত ব্যক্তিকে মেয়র হিসাবে দেখতে চায়। সেক্ষেত্রে মুজিবুর রহমান অনেক এগিয়ে আছে। সাধারণ ভোটাররা ব্যক্তি ইমেজকে প্রাধান্য দিয়ে ভোট দিবে।

পাঠকের মতামত: