ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে ৫ জন শিক্ষার্থী নিখোঁজ

মাহমুদুর রহমান মাহমুদ, চকরিয়া ::

চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর ব্রিজ সংলগ্ন চরে ফুটবল খেলে নদীতে গোসল করতে গিয়ে ৫ ছাত্রের সলিল সমাধি ঘটেছে। এ ঘটনার পর কয়েক হাজার শোকার্ত নর-নারী নদীর দুপাড়ে অবস্থান করছে। এ ঘটনা ঘটেছে শনিবার দুপুর ২ টার সময়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, চকরিয়ার পৌর এলাকার প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের দশম শ্রেণির ৭/৮ জন ছাত্র অর্ধ-বার্ষিক পরীক্ষা শেষ করে মাতামুহুরী নদীর ব্রিজ সংলগ্ন চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে ৬ জন ছাত্র নদীতে গোসল করতে নামে। এ সময় সবক’জন ছাত্র নদীতে তলিয়ে যেতে দেখে জামি নামের একজন ছাত্র কোন রকমে সাঁতার কেটে উঠতে পারলেও এমশাদ, মেহেরাব, তুর্ণ, অর্ভি ও ফরহান নদী থেকে উঠতে পারেনি। প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের ১ জন শিক্ষক জানিয়েছেন, শনিবার সকালে নদীতে তলিয়ে যাওয়া ছাত্ররা উচ্চতর গণিত পরীক্ষা শেষ করে বেরিয়ে যায়। পরে তারা মাতামুহুরী নদীর চরে ফুটবল খেলে গোসল করতে নেমে এ মর্মান্ত্বিক ঘটনার শিকার হয়েছে। নদীতে তলিয়ে যাওয়া এমশাদ ও মেহেরাব চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোছাইনের ছেলে। তুর্ণ ওই বিদ্যালয়ের শিক্ষিকা জলির পুত্র বলে জানা গেছে। এছাড়া ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পুত্র অর্ভিও রয়েছে। ফরহানের ঠিকানা জানা যায়নি। চকরিয়া ফায়ার সার্ভিসে কোন ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান চলছে না বলেই চলে। তবে স্থানীয় লোকজন পানিতে তলিয়ে যাওয়া ৫ ছাত্র উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাতামুহুরীর চর জুড়ে এ ঘটনার পর থেকে হৃদয় বিদারক ঘটনার অবতারণা ঘটেছে।

পাঠকের মতামত: