ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌরসভাকে ময়লা-আবর্জনামুক্ত করতে গার্ভেজ ডাম্পিং স্টেশন উদ্বোধন

এম.মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া পৌরসভাকে নান্দনিক ও মডেল পৌরসভা রূপান্তিত করতে ময়লা আবর্জনার ভোগান্তি থেকে পৌরবাসিকে রক্ষা করতে উদ্যোগ নেয় পৌর প্রশাসন।এরই আলোকেনির্দিষ্ট ভাবে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার জন্য  ৪ একর জমির উপর স্থাপন করা হয়েছে গার্ভেজ ডাম্পিং স্টেশন। ১২জুলাই(বৃহস্পতিবার) দুপুরে পৌরসভার দুই কিলোমিটার অদুরেকৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ গার্ভেজ ডাম্পিং স্টেশন উদ্বোধন করা হয়।

‘গার্ভেজ ডাম্পিং স্টেশন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম এম এ।এসময় বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন,চকরিয়া পৌরসভার মেয়র মো: আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, পৌরসভার প্যানেল মেয়র বশিরুলআইয়ুব,লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, পৌরসভার কাউন্সিলর (সংরক্ষিত) আঞ্জুমান আরা, রাশেদা বেগম, কাউন্সিলর রেজাউল করিম,কাউন্সিলর মুজিবুল হকমুজিব,চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউল আলম প্রমুখ।

চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী বলেন, পৌরসভাকে ময়লা  আবর্জনামুক্ত করে পরিবেশ বান্ধব ও মডেল পৌরসভা রূপান্তিত করতে গার্ভেজ ডাম্পিং স্টেশনের শুভসুচনা করা হয়েছে।

চট্রগ্রাম -কক্সবাজার মহাসড়ক লাগোয়া কৈয়ারবিলস্থ ইসলামনগর এলাকায় ৪ একর জমির উপর স্থাপন করা হয়েছে এ গার্ভেজ ডাম্পিং স্টেশন।অতিশিঘ্রই পৌরএলাকায় বিভিন্ন পয়েন্ট চিহ্নিত গণশৌচাগারের কাজও শুরু হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত: