ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

ঈদগাঁওর জনগুরুত্বপূর্ণ দুই যাতায়াত সড়কের বেহাল দশা : জনদূর্ভোগ চরমে

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

ককসবাজার সদর উপজেলার ব্যস্তবহুল বানিজ্যিক এলাকা ঈদগাঁওর প্রধান দু যাতায়াত সড়কটি বর্তমানে করুন দশায় পরিনত হয়ে পড়েছে। যাতে করে,জন ও যানবাহন চলাচলে চরম বিপাকে পড়ার পাশাপাশি জনদূর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘমাস ধরে ঈদগাঁও বাজারের দক্ষিন পাশ্বর্স্থ সড়কটির দুইপাশের গাইটওয়াল করার পর থেকে এখনো পর্যন্ত সড়ক পূর্ণ সংস্কার করা হয়নি। এছাড়াও সড়কের দুই পাশের ব্যবসায়ীরা তাদের ব্যবসা বানিজ্যিক নিয়ে মাথায় হাত দিয়েছে। অযোগ্য রাস্তার কারনে প্রত্যান্ত গ্রামাঞ্চলের লোকজন বাজার মুখী হচ্ছেনা। এ সড়ক পেরিয়ে চৌফলদন্ডী, জালালাবাদ,পোকখালী ও ঈদগাঁও ইউনিয়নের একাংশের হাজার হাজার লোকজন দৈনিক আসা যাওয়া করে থাকে বাজারে প্রয়োজনীর কাজেকর্মে। তবে ব্যবসায়ীরা জানান,দীর্ঘ কালেও সড়কটি সংস্কার না হওয়ায় ব্যবসায়ীরা তাদের ব্যবসা বানিজ্য থেকে পিছপা হয়ে পড়েছে। আবার অল্প বৃষ্টিতেই জন ও যান বাহন চলাচলে কষ্ট সাধ্য হয়ে পড়ছে। সংস্কার কাজ মাঝপথে থেমে থাকায় কনটেকটারকে দুষছেন পথচারীসহ সাধারন লোকজন। পাশাপাশি যাতায়াতে আরেক বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত ঈদগাঁও মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটিও মরন ফাঁদের কবলে। সড়ক জুড়েই বড় বড় গর্তে সয়লাভ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতে যত্রতত্র স্থানে গর্তে পানি জমে চলাফেরা অযোগ্য হয়ে পড়েছে। বেকায়দায় পড়েছে স্কুল- কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীরা নানা দূর্ভোগ আর দূর্গতি পেরিয়ে দৈনিক তাদের প্রিয় শিক্ষাঙ্গনে আসা যাওয়া করতে চোখে পড়ে। বর্তমানে মাদ্রাসা সড়ক দিয়ে জন ও যান চলাচল অনেক টা বৃদ্বি পেয়েছে। উক্ত সড়কটি গর্তের সৃষ্টির কারনে মরন দশার কবলে পড়ে চলাফেরার অযোগ্য বললেই চলে। এদিকে মাদ্রাসা গেইট সংলগ্ন দুপাশে গর্তের সৃষ্টি হলেই,সামান্য পরিমান বৃষ্টির পানি জমে জন ও যান চলাচল অনেকটা কষ্টকর হয়ে পড়ে। লঙ্কর ঝঙ্কর মার্কা সড়ক পেরিয়ে শিক্ষালাভ করতে শিক্ষাঙ্গনমুখী হচ্ছে শিক্ষার্থীরা। সন্ধ্যাকালীন সময়ে যানবাহন চলাচল করতে গিয়ে যেকোন মুহুর্তে অপ্রীতি কর দূর্ঘটনার আশংকাও প্রকাশ করেন চালকরা। পথচারী আজিম,কালু,শফি, শাহাব উদ্দিন,সিরাজ আজকের কক্সবাজারকে জানান,বর্তমানে ব্যস্তবহুল সড়ক হিসেবে দীর্ঘ দিন ধরে ব্যবহৃত হয়ে আসছে মাদ্রাসা সড়কটি। সড়ক জুড়েই প্রায় অংশে গর্ত ঝুকিঁ পূর্ন। রক্ষা পেতে হলে সংস্কারের বিকল্প নেই। তবে শিক্ষা র্থীরা জানান, যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম মাদ্রাসা সড়কটি সংস্কার অতীব জরুরী। প্রতি নিয়ত অযথা ভোগান্তিতে পড়তে হচ্ছে ছাত্রছাত্রী সহ সাধারন লোকজনদেরকে। তাই দ্রুত সময়ে এই গুরুত্ববহ সড়ক সংস্কারের দাবী সচেতন এলাকাবাসীর।

পাঠকের মতামত: