ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফজলুল করিম সাঈদী বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত 

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আওতাধীন দেশের ফুটবল অঙ্গনের অন্যতম বৃহত্তম সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন চলতি বছরের ২৯ মে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের ইছামতি হলে অনুষ্ঠিত হয়েছে। ওইদিনের বার্ষিক সভায় সংগঠনের নতুন নেতৃত্ব বাছাই করে নেন সদস্যরা। সভাপতি পদে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে বহাল রেখে মহাসচিব পদে নতুন দায়িত্ব দেয়া হয় ফুটবলসহ ক্রীড়াঙ্গনের পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের ব্যবস’াপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিনকে।

সংগঠনের সভাপতি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে কমিটি গঠনের দেড়মাস পর ৯জুলাই বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। সদ্য অনুমোদিত কমিটিতে কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের (ডিএফএ) সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্রীড়া সংগঠক আলহাজ ফজলুল করিম সাঈদীকে সদস্য পদে নির্বাচিত করা হয়েছে।

এদিকে কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের (ডিএফএ) সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্রীড়া সংগঠক আলহাজ ফজলুল করিম সাঈদীকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলার সকল ক্রীড়া সংগঠনের কর্মকর্তা-খেলোয়াড়বৃন্দ। অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য ও চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কক্সবাজার শাখার সিনিয়র সহ-সভাপতি পরিমল বড়–য়া, শেখ জামাল চকরিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সদস্য এসএম আলমগীর হোছাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য কোচ নুরুল আবছার, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক ও কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এবং চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জাদ হোসেন, এবং কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের (ডিএফএ) সকল সদস্য, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য, শেখ জামাল চকরিয়া ক্লাবের সকল কর্মকর্তা, খেলোয়াড়, ডুলাহাজারা খেলোয়াড় সমিতি, মালুমঘাট খেলোয়াড় সমিতি, কাকারা খেলোয়াড় সমিতি, বদরখালী শেখ জামাল ক্লাবসহ চকরিয়া উপজেলার সকল ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: